(Source: ECI/ABP News/ABP Majha)
ভারত, চিনের সামুদ্রিক-বর্জ্য ভাসতে ভাসতে লস অ্যাঞ্জেলসে চলে আসছে: ডোনাল্ড ট্রাম্প
প্রসঙ্গত, গত সপ্তাহেই সরকারিভাবে ২০১৫ প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র।
নিউইয়র্ক: ভারত, চিন ও রাশিয়ার ফেলা বর্জ্য সমুদ্রে ভাসতে ভাসতে লস অ্যাঞ্জেলেস চলে এসে তাকে দূষিত করছে। এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে একটি অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বক্তব্য রাখতে গিয়ে নিজেকে পরিবেশবিদ দাবি করে মার্কন প্রেসিডেন্ট বলেন, আমি জলবায়ুর জন্য চিন্তিত। আমি চাই পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ হাওয়া বয়ে যাক। আমি পরিশুদ্ধ হাওয়া ও জল চাই। ট্রাম্পের মতে, জলবায়ু পরিবর্তন হল অত্যন্ত জটিল বিষয়। তাঁর মতে, প্যারিস জলবায়ু চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ক্ষতিকারক প্রমাণিত হয়েছে। এর ফলে, আমেরিকার কয়েক কয়েক লক্ষ কোটি অর্থের অপচয় হয়েছে। ট্রাম্প বলেন, ২০৩০ সালের আগে চিনে এই চুক্তি কার্যকর নয়। ভারতকে টাকা দিতে হচ্ছে, কারণ তারা উন্নয়নশীল দেশ। ট্রাম্প যোগ করেন, চিন-ভারত-রাশিয়ার তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে ছোট ভূমি। অথচ, এই দেশগুলি নিজেদের আবর্জনা সাফাইয়ের জন্য কিছুই করছে না। যা বর্জ্য তারা সমুদ্রে ফেলছে, সেগুলি ভাসতে ভাসতে লস অ্যাঞ্জেলসে চলে আসছে। প্রসঙ্গত, গত সপ্তাহেই সরকারিভাবে ২০১৫ প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মর্মে তারা সংযুক্ত রাষ্ট্রপুঞ্জকে জানিয়েও দিয়েছে। বিশ্ব উষ্ণয়নের মোকাবিলা করতে এই চুক্তিতে স্বাক্ষর করেছিল ভারত সহ বিশ্বের ১৮৮টি দেশ। সেই সময় এই চুক্তি বাস্তবায়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট তথা ট্রাম্পের পূর্বসূরী বারাক ওবামা।