এক্সপ্লোর
Advertisement
হারিয়ে গিয়েছিল ২৪ মিলিয়ন ডলার জেতা লটারির টিকিট, শেষ মুহূর্তে খুঁজে পেলেন প্রৌঢ়, পুরনো শার্টের পকেটে
নিউ জার্সি: লটারি কাটছেন ৫০ বছর ধরে। কোনওদিন টিকিটের নম্বর মিলিয়ে দেখার সময় হত না। জিমি স্মিথ বরাবর ভাবতেন, হাতে একটু সময় হোক, টিকিটগুলো সব নিয়ে বসব। আর এবার আমেরিকার নিউ জার্সির ৬৮ বছরের সেই অবসরপ্রাপ্ত নিরাপত্তা রক্ষীই লটারিতে পেয়ে গেলেন ২৪ মিলিয়ন ডলার। তাও টিকিট মিলল পুরনো শার্টের পকেট থেকে।
তাঁর কেনা লটারির টিকিট প্রথম পুরস্কার জিতেছে, তাও ১ বছর হয়ে গেল। আচমকা একদিন টিভিতে খবর দেখেন জিমি, ওমুক নম্বরের লটারির টিকিটের প্রথম পুরস্কার নিতে কেউ আসেননি। নির্দিষ্ট সময় পেরিয়ে যেতে বাকি আর মাত্র ২ দিন।
তখনই ধুলো আর মাকড়সার জাল ঝেড়ে পুরনো টিকিটের পাঁজা নিয়ে বসেন জিমি। পুরনো একটি শার্টের পকেট থেকে বার হয় সেই টিকিট।
নম্বর মিলে যাচ্ছে দেখে বিশ্বাস হয়নি জিমির। ধুলো বোঝাই ঘরের জানালা দিয়ে মুখ বার করে পরিষ্কার হাওয়ায় নিঃশ্বাস নেন তিনি। মাকড়সার জাল ছেড়ে রওনা দেন নিউ ইয়র্ক লটারির ক্রেতা পরিষেবা বিভাগের দিকে।
কী করবেন এত টাকা নিয়ে। ২ সন্তানের বাবা জিমির জবাব, বাড়ির লোকদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে ঠিক করবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement