এক্সপ্লোর
সন্ত্রাসই ওদের ধর্ম, হামলার তীব্র নিন্দা করে হাসিনা

ঢাকা: দেশ থেকে জঙ্গি এবং উগ্র মৌলবাদীদের দূর করার জন্য সবরকম পদক্ষেপের প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে ঢাকার গুলশনের একটি রেস্তোরাঁয় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই শেষ হওয়ার পর এ বিষয়ে মুখ খুলেছেন হাসিনা। তিনি বলেছেন, এই হামলা ঘৃণ্য কাজ। সন্ত্রাসবাদই জঙ্গিদের একমাত্র ধর্ম। তাদের অন্য কোনও ধর্ম নেই। তারা রমজান মাসে প্রার্থনা করার বদলে মানুষকে খুন করেছে। যেভাবে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, সেটা চোখে দেখা যায় না। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মহম্মদ শফিকুল হকের সঙ্গে এই ভয়াবহ জঙ্গি হামলার বিষয়ে আলোচনা করেছেন হাসিনা। তিনি বলেছেন, একজন জঙ্গিও পালাতে পারেনি। ৬ জন নিহত হয়েছে এবং এক জন গ্রেফতার হয়েছে। পণবন্দিদের নিরাপদ উদ্ধার করতে পারার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন হাসিনা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















