এক্সপ্লোর
Advertisement

নওয়াজ শরিফ কন্যার সঙ্গে টুইটার যুদ্ধে ইমরান, প্রাক্তন ক্রিকেটার-রাজনীতিবিদকে ‘তাবেদার’ বলে আক্রমণ

ইসলামাবাদ ও লাহৌর: সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট পানামা পেপার্স সংক্রান্ত দুর্নীতির অভিযোগে নওয়াজ শরিফের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেয়। অসৎ আচরণের জন্য শরিফ প্রধানমন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলেও রায় দেয় সর্বোচ্চ আদালত। এরফলে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিতে বাধ্য হন নওয়াজ শরিফ। কিন্তু শীর্ষ আদালতের এই রায়ের পরও পাকিস্তানের জনতার মাঝে শরিফের জনপ্রিয়তা যে একইরকম রয়েছে, সেটা প্রমাণ করতে ইসলামাবাদ থেকে লাহৌর পর্যন্ত একটি মিছিল বের করেছিলেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই মিছিল প্রসঙ্গেই ইমরান খান টুইট করেন, এটা আসলে দুর্নীতি বাঁচানোর মিছিল, অথবা বলা যায় ‘সেভ কোরাপশন মিছিল’। এরসঙ্গে প্রাক্তন ক্রিকেটার এবং রাজনীতিবিদ টুইট করেন, স্পষ্ট দেখা যাচ্ছে এই মিছিলে ধীরে ধীরে মানুষের সমর্থন কমছে। এমনকি প্রথমে যাঁরা মিছিলে এসেছিলেন, তাঁরা মাঝপথে সেই মিছিল ছেড়ে বেরিয়ে গেছেন।
এরপর শরিফের বুলেটপ্রুফ গাড়ি চড়াকেও কটাক্ষ করতেও ছাড়েননি ইমরান।
তবে ইমরানের এই টুইট-কটাক্ষের আগে, মারিয়াম তাঁর বাবার মিছিল প্রসঙ্গে লেখেন, তাঁর বাবার সমর্থনে জনসমুদ্রের ধাক্কায় পাকিস্তানের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। তাঁর দেখে মনে হচ্ছে ইসলামাবাদের রাজপথে ভাঙরা পার্টি চলছে।
NS's Corruption Bachao rally reduced to corner mtgs. Manufactured by a mly dictator, NS cannot understand dynamics of populist politics
— Imran Khan (@ImranKhanPTI) August 10, 2017
And you will also realise there is a downward trend in the no of people listening to your excuses of poor umpiring. https://t.co/IMmyQGp3Vs — Imran Khan (@ImranKhanPTI) August 10, 2017

একাধিক টুইটে এভাবে শরিফকে বেঁধার পরই ফুঁসে ওঠেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর কন্যা মারিয়াম নওয়াজ শরিফ। তিনি পাল্টা টুইট করে বলেন, তাঁর বাবার লড়াই, তাঁদের মতো মিলিত কয়েকজনের তাবেদারের চেয়ে কয়েকগুন বেশি। তারপর ইমরানকে ‘অপ্রাসঙ্গিক’ বলেও কটাক্ষ করেন শরিফ কন্যা। মনে করা হচ্ছে, শরিফ কন্যার তাবেদারির এই ইঙ্গিতপূর্ণ টুইটি আসলে ইমরানের পাক সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠতাকে ইঙ্গিত করেই বলা।Speaking from a bulletproof car doesnt inspire confidence in already-dwindling crowds. If you fear death you shdnt undertake "ppl's" rallies
— Imran Khan (@ImranKhanPTI) August 10, 2017

খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
