এক্সপ্লোর
Advertisement
কুলগামে এনকাউন্টার, বিস্ফোরণে ৬ জনের মৃত্যুর পর ট্যুইটে ভারতীয় নিরাপত্তাবাহিনীকে তোপ, কাশ্মীর ইস্যুর সমাধানে আলোচনার ডাক ইমরানের
ইসলামাবাদ: দক্ষিণ কাশ্মীরের কুলগামে গতকাল নিরাপত্তাবাহিনী, জঙ্গি এনকাউন্টার হয়ে যাওয়ার পর ঘটনাস্থলে বিস্ফোরণে ৬ জন সাধারণ নাগরিকের মৃত্যুর জন্য ভারতকে দুষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তোপ। ভারতের আলোচনার পথে কাশ্মীর ইস্যু সমাধানে এগনো উচিত বলে অভিমত জানিয়েছেন তিনি। ট্যুইট করে তিনি বলেছেন, ভারতীয় নিরাপত্তাবাহিনীর হাতে নিরপরাধ কাশ্মীরী হত্যার নতুন পর্ব শুরু হয়েছে। এর তীব্র নিন্দা করছি। ভারতের এটা বোঝার সময় হয়েছে যে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও কাশ্মীরী জনতার আশা, ইচ্ছার সঙ্গে সাযুজ্য রেখে আলোচনার পথে কাশ্মীর বিতর্ক নিরসনে তাকে অবশ্যই এগতে হবে।
Strongly condemn the new cycle of killings of innocent Kashmiris in IOK by Indian security forces. It is time India realised it must move to resolve the Kashmir dispute through dialogue in accordance with the UN SC resolutions & the wishes of the Kashmiri people.
— Imran Khan (@ImranKhanPTI) October 22, 2018
রবিবার কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন সন্ত্রাসবাদী নিহত হয়, গুলিযুদ্ধের পর সেখানে বিস্ফোরণে মারা যান ৬ জন নিরীহ বাসিন্দা। এ ঘটনাকে অস্ত্র করেই সরব ইমরান, যিনি এর আগেও কাশ্মীর নিয়ে মুখ খোলেন।
গত সেপ্টেম্বর পাকিস্তানের মদতপুষ্ট গোষ্ঠীর হাতে ভারতীয় নিরাপত্তাবাহিনীর জওয়ানদের হত্যা ও নিহত হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানিকে হিরো বলে তুলে ধরে ও সন্ত্রাসবাদকে মহিমান্বিত করে পাকিস্তানের ডাকটিকিট প্রকাশের উল্লেখ করে ভারত, পাক বিদেশমন্ত্রীদের নির্ধারিত বৈঠক বাতিল করে দেয় নয়াদিল্লি।
জুলাইয়ের নির্বাচনে জয়ের পর ইমরান ভারত, পাকিস্তান সম্পর্ক ভাল করায় আগ্রহ প্রকাশ করে বলেন, তাঁর সরকার চায়, দুদেশের নেতারা আলাপ আলোচনার মাধ্যমে মূল ইস্যু কাশ্মীর সহ যাবতীয় বিরোধ মিটিয়ে নিন। ভারত, পাকিস্তানের সম্পর্কে উন্নতি হলে গোটা উপমহাদেশের লাভ হবে বলেও তিনি অভিমত জানান।
যদিও ভারতের স্পষ্ট অবস্থান হল, পুরো জম্মু ও কাশ্মীর রাজ্যটাই তার অবিচ্ছেদ্য অংশ, পাকিস্তানই বেআইনি ভাবে তার একাংশ দখল করে রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement