এক্সপ্লোর
Advertisement
দীপাবলির শুভেচ্ছা-ট্যুইট ঘিরে বিতর্ক, এই প্রথম হোয়াইট হাউসের মঞ্চে ভারতের রাষ্ট্রদূতকে ডাকলেন ট্রাম্প, বললেন বন্ধুত্বের জন্য মোদীর কাছে কৃতজ্ঞ
ওয়াশিংটন: দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ট্যুইট, আর তাতে হিন্দুদের কথাই বলা নেই! সমালোচনার জেরে বিড়ম্বনার মুখে পড়ে ফের ট্যুইট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম ট্যুইট মুছে তিনি ফের যে ট্যুইট করলেন, সেখানেও বৌদ্ধ, শিখ, জৈনদের কথা বললেও, হিন্দুদের কথা উল্লেখ করেননি। সেই ট্যুইটে আরও একটি ভুল রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, নতুন বছরের সূচনা উপলক্ষে দীপাবলিতে প্রদীপ জ্বালানো হয়। তৃতীয় ট্যুইটে অবশ্য কোনও ভুল নেই। সেটিতে হিন্দুদের কথা উল্লেখ করা হয়।
Today, we gathered for Diwali, a holiday observed by Buddhists, Sikhs, and Jains throughout the United States & around the world. Hundreds of millions of people have gathered with family & friends to light the Diya and to mark the beginning of a New Year. https://t.co/epHogpTY1A pic.twitter.com/9LUwnhngWJ
— Donald J. Trump (@realDonaldTrump) November 13, 2018
ট্যুইট নিয়ে সমালোচনার মুখে পড়া ট্রাম্প অবশ্য ভারতের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার চেষ্টাই করেছেন। এই নিয়ে দ্বিতীয়বার হোয়াইট হাউসে দীপাবলি পালন করলেন ট্রাম্প। এবারই প্রথম তিনি মঞ্চে ডেকে নিলেন ভারতীয় রাষ্ট্রদূত নভতেজ সিংহ সরনাকে। তাঁর সঙ্গে আলাপচারিতায় ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমরা এখন খুব ঘনিষ্ঠ। আমার মনে হয়, এর আগে কোনওদিন এত ঘনিষ্ঠ ছিলাম না। আমরা আপনাদের দেশকে ভালবাসি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা আছে। তাঁকে আমার শুভেচ্ছা জানাবেন।’
It was my great honor to host a celebration of Diwali, the Hindu Festival of Lights, in the Roosevelt Room at the @WhiteHouse this afternoon. Very, very special people! https://t.co/kQk7IvpSFo pic.twitter.com/tYlBABg4JF
— Donald J. Trump (@realDonaldTrump) November 13, 2018
সংবাদসংস্থা পিটিআই-কে সরনা জানিয়েছেন, ‘হোয়াইট হাউসে দীপাবলির অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়া ভারত ও বিশেষ করে আমার পক্ষে সম্মানের বিষয়। মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ ভারতীয় বংশোদ্ভূত আধিকারিকরাও এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। সবাইকে সাদর অভ্যর্থনা জানানো হয়। তাঁরা মার্কিন সমাজের একটি অংশ হয়ে গিয়েছেন। এতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দু’দেশেরই লাভ হচ্ছে। আমার মনে হয়, দু’দেশের সম্পর্ক সবচেয়ে ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement