পাকিস্তান, ডোকলাম-নীতির জন্য মোদির সমালোচনা রাহুলের
লন্ডন: কেন্দ্রের পাকিস্তান-নীতি ও ডোকলাম-বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করলেন রাহুল গাঁধী। জানালেন, পাকিস্তানের বিষয়ে নরেন্দ্র মোদির কোনও গভীর চিন্তাভাবনা নির্ভর কৌশল নেই। অন্যদিকে, প্রধানমন্ত্রী আরও সতর্ক থাকলে, ডোকলাম-বিতর্ক এড়াতে পারত ভারত।
লন্ডনে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ-এ বক্তব্য রাখতে গিয়ে ২০১৬ সালের জানুয়ারি থেকে দেশের সামরিক ঘাঁটিতে একের পর এক জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি নিয়ে কথা বলেন তিনি।
পাকিস্তানের উদ্দেশ্যে ভারত স্পষ্ট করে দিয়েছে, যে সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। এপ্রসঙ্গেই রাহুল বলেন, পাকিস্তান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোনও সুস্পষ্ট গভীর চিন্তাভাবনা নির্ভর কৌশল নেই।
যদিও, তিনি একইসঙ্গে এ-ও স্বীকার করে নেন যে, পাকিস্তানের সঙ্গে আলোচনা করাও সহজ নয়। কারণ, পাকিস্তান স্বাধীন হওয়া ইস্তক সেদেশে প্রায় অর্ধশতক শাসন করেছে সেখানকার শক্তিশালী সেনা। ফলে, সেখানে কোনও একটি নির্দিষ্ট (রাজনৈতিক) প্রতিষ্ঠান নেই, যারা ক্ষমতাশালী।
পাকিস্তানের পাশাপাশি, ডোকলাম নিয়ে চিনের সঙ্গে সংঘাত নিয়েও কেন্দ্রের সমালোচনা করেন রাহুল। বলেন, ডোকলাম কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার অঙ্গ। মোদি যদি আগে থেকেই সতর্ক হতেন, তাহলে তিনি তা আটকাতে পারতেন। কংগ্রেস সভাপতির দাবি, সত্য হল আজও ডোকলামে চিনা উপস্থিতি রয়েছ।