এক্সপ্লোর
Advertisement
উত্তেজনা হ্রাসে ভারত-পাক সামরিক যোগাযোগ থাকা জরুরি, বলল আমেরিকা
ওয়াশিংটন: ভারত, পাকিস্তানের সম্পর্কে উত্তেজনার পারদ যখন ক্রমশ চড়ছে, তখন দুই প্রতিবেশীকেই ‘সংযমী, শান্ত’ থাকার পরামর্শ দিল আমেরিকা। মার্কিন বিদেশ মুখপাত্র এলিজাবেথ ট্রডু সাংবাদিকদের বলেছেন, দু পক্ষকেই সংযম, ধৈর্য্য ধরতে বলছি আমরা। আগেই বলেছি, আমরা বুঝতে পারছি যে, দু দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগ হয়েছে। উপমহাদেশে উত্তেজনা প্রশমনে লাগাতার সম্পর্ক বহাল রাখা জরুরি। দু দেশকে উত্তেজনা কমানোয় সাহায্য করতে যোগাযোগের রাস্তা খোলা রাখতে আবেদন জানান তিনি।
যদিও গত সপ্তাহে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার ব্যাপারে কোনও প্রশ্নের জবাব দিতে চাননি তিনি। ভারত, পাকিস্তানের সঙ্গে আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তার ওপর আমেরিকা গুরুত্ব দেয় বলে জানান ট্রডু।
বলেন, আমার মতে, যে বিষয়ে আলোচনার ওপর নজর থাকা উচিত, তা হল আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা। আমাদের সকলেরই যেসব বিষয়ে নজর দেওয়া প্রয়োজন, সেগুলির একটি হল এই যে, সংঘাত বা ক্রমবর্ধমান উত্তেজনা কোনও একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নয়। এই বিশেষ ক্ষেত্রে যে কোনও রকম উত্তেজনা হ্রাসের পক্ষপাতী আমরা, যাতে দু দেশই সম্মত। ভারত ও পাকিস্তান, উভয়ের সঙ্গেই জোরদার সম্পর্ক আমাদের, তার ভিত্তিতেই আমরা যোগাযোগ রাখব।
তিনি এও বলেন, কাশ্মীর নিয়ে আমাদের অবস্থানে বদল হয়নি। আমি মনে করিয়ে দিতে চাই যে, উপমহাদেশে অস্থিরতা কমানোর প্রয়োজনীয়তা নিয়ে দু দেশের সঙ্গেই কথা বলছি আমরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement