এক্সপ্লোর
Advertisement
ঢাকার রামকৃষ্ণ মিশনকে জঙ্গি হুমকি: ভারতীয় হাই কমিশন কথা বলল বাংলাদেশ বিদেশমন্ত্রকের সঙ্গে
নয়াদিল্লি: বাংলাদেশের রাজধানী ঢাকার রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক স্বামী সেবানন্দকে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর খুনের হুমকির পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসল ভারত। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন ঢাকার ভারতীয় দূতাবাসের আধিকারিকরা। পুলিশের সঙ্গেও তাঁরা কথা বলেছেন। পুলিশ ও সরকার নিরাপত্তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ।
ঢাকার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইসলামিক স্টেটের লেটারহেডে কম্পিউটারে টাইপ করা ওই হুমকি চিঠি পাঠিয়েছে এ বি সিদ্দিকি নামে এক ব্যক্তি। রামকৃষ্ণ মিশনের এক মহারাজকে হুমকি দিয়ে বলা হয়েছে, ‘বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। আপনারা এখানে আপনাদের ধর্ম প্রচার করতে পারবেন না। যদি সেটা করেন, তাহলে ২০ থেকে ৩০ তারিখের মধ্যে ম্যাচেটের কোপ মেরে আপনাকে খুন করা হবে।’ তবে এই হুমকি চিঠিতে কোনও মাসের কথা বলা হয়নি।
বাংলাদেশে সম্প্রতি যেভাবে একের পর এক সংখ্যালঘু এবং ধর্মনিরপেক্ষ ব্যক্তিদের হত্যা করা হচ্ছে, তাতে এই হুমকিকে মোটেই হাল্কাভাবে নিচ্ছে না ভারত সরকার। বিদেশ মন্ত্রক সরাসরি ঢাকা রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ রাখছে। ওই মঠের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভারতীয় হাই কমিশনের ফার্স্ট অফিসার শুক্রবার সকালে মঠে গিয়ে নিরাপত্তা খতিয়ে দেখেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement