এক্সপ্লোর
Advertisement
মানবিকতার কারণে আমেরিকা থেকে বিতাড়নের মুখে ভারতীয় চিকিৎসক দম্পতিকে ৯০ দিন সময়
হিউস্টন: মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করার অনুমতি না থাকার অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে দুই শিশুসন্তান সহ ভারতীয় চিকিৎসক দম্পতিকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল। শেষ মুহূর্তে মানবিকতার স্বার্থে তাঁদের আরও ৯০ দিন মার্কিন মুলুকে থাকার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু তারপর আর তাঁরা সেদেশে থাকতে পারবেন কি না, সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
পঙ্কজ সতিজা ও তাঁর স্ত্রী মনিকা উম্মত গত ১৬ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে সুনামের সঙ্গে চিকিৎসা করছেন। কিন্তু সমস্যা শুরু হয় গত বছরের অক্টোবরে তাঁরা পঙ্কজের অসুস্থ বাবাকে দেখতে ভারতে আসার পর থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তাঁদের আটকানো হয়। শুল্ক ও সীমান্ত নিরাপত্তা বিভাগের আধিকারিকরা পঙ্কজ ও মনিকাকে বলেন, তাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ শেষ হবে এ বছরের জুনে। কিন্তু মার্কিন অভিবাসন দফতরের পক্ষ থেকে জানানো হয়, গত বছরের জুনেই তাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এই ভুল সংশোধন করার জন্য সাময়িকভাবে তাঁদের সেদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু বৃহস্পতিবার এই চিকিৎসক দম্পতিকে বলা হয়, তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়তে হবে। এই নির্দেশের বিরুদ্ধে আবেদন জানান পঙ্কজরা। এরপরেই মানবিকতার খাতিরে তাঁদের ৯০ দিন সময় দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আরও তিন মাস থাকার সময় পাওয়ায় সেনেটর জন কর্নিনকে ধন্যবাদ জানিয়েছেন পঙ্কজরা।
এই ভারতীয় দম্পতির আইনজীবী গর্ডন কুয়ান বলেছেন, এই ঘটনায় প্রমাণ হয়ে গেল, অভিবাসনের বিষয়ে ট্রাম্প প্রশাসন শুধু কালো-সাদা দৃষ্টিভঙ্গি নেয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বৈধ অভিবাসীই এই জটিল ও কঠোর নিয়ম বুঝতে পারছেন না। ফলে তাঁরাও সমস্যায় পড়ছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement