এক্সপ্লোর
Advertisement
প্রস্তাব ইভাঙ্কা ট্রাম্পের, বিশ্বব্যাঙ্কের প্রধান হওয়ার দৌড়ে ইন্দ্রা নুয়ি
নিউ ইয়র্ক: বিশ্বব্যাঙ্কের প্রধান হতে পারেন পেপসিকোর প্রাক্তন সিইও ইন্দ্রা নুয়ি। হোয়াইট হাউস সূত্রে এমনই খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্প বিশ্বব্যাঙ্কের পরবর্তী প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ইন্দ্রার নাম প্রস্তাব করেছেন বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম। তবে ইন্দ্রা বিশ্বব্যাঙ্কের প্রধান হতে রাজি কি না, সেটা এখনও জানা যায়নি।
এ মাসের শুরুতেই বিশ্বব্যাঙ্কের বর্তমান প্রধান জিম ইয়ং কিম জানিয়েছেন, ফেব্রুয়ারিতে তিনি সরে দাঁড়াবেন। মেয়াদ শেষ হওয়ার তিন বছর আগেই বিশ্বব্যাঙ্ক থেকে সরে গিয়ে একটি বেসরকারি সংস্থায় যোগ দিতে চলেছেন কিম। তাঁর আচমকা সরে দাঁড়ানোর কথা ঘোষণার পরেই উত্তরসূরী হিসেবে ভেসে উঠেছে ইন্দ্রার নাম। বিশ্বব্যাঙ্কের পরবর্তী প্রধানের মনোনয়নের বিষয়টি নিয়ে আলোচনা করছেন ইভাঙ্কা, ট্রেজারি সচিব স্টিভেন মাশিন ও কার্যনির্বাহী চিফ অফ স্টাফ মিক মালভ্যানি। ইভাঙ্কা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ায় স্বার্থের সংঘাতের অভিযোগে সরব হয়েছে বিভিন্ন সংগঠন। তবে বিশ্বব্যাঙ্কের পরবর্তী প্রধান নির্বাচনের প্রক্রিয়া জোরকদমে চলছে। হোয়াইট হাউস সূত্রে খবর, ইন্দ্রার পাশাপাশি রাষ্ট্রপুঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত নিকি হ্যালির নামও বিশ্বব্যাঙ্কের পরবর্তী প্রধান হিসেবে ভাবা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement