এক্সপ্লোর
ইস্তান্বুল নাইট ক্লাব সন্ত্রাসে অভিযুক্ত আইএস জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ

ইস্তান্বুল: নতুন বছরের পার্টিতে গুলি চালিয়ে ৩৯ জনকে হত্যার ঘটনায় অভিযুক্ত আইএসআইএস জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। স্থানীয় এসেনইয়ার্ট জেলা থেকে পাকড়াও করা হয়েছে তাকে। জানা গেছে, কিরগিজস্তান থেকে আসা এক বন্ধুর সঙ্গে থাকছিল সে। বর্ষশেষের রাতে বন্দুকবাজের গুলিতে ইস্তান্বুলের নাইটক্লাবে প্রাণ হারান ২ ভারতীয় সহ ৩৯জন। আইএসআইএস হামলার দায়স্বীকার করে। তখন থেকেই নিখোঁজ ছিল হামলাকারী। পরে জানা যায়, সে উজবেকিস্তানের বাসিন্দা, নাম আবদুলকাদির মাসারিপভ। তার সঙ্গেই গ্রেফতার করা হয়েছে তার কিরগিজ বন্ধু এবং আরও ৩জনকে। অভিযুক্তর সঙ্গে ছিল তার ৪ বছরের শিশুও। এর আগে ১২ তারিখ অভিযুক্তের স্ত্রী ও ১ বছরের মেয়ে পুলিশের হাতে ধরা পড়ে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















