এক্সপ্লোর
শিশুর ভ্রুণ লকারে লুকিয়ে রেখেছিলেন বছরের পর বছর, গ্রেফতার জাপানের মহিলা

টোকিও: লকারের মধ্যে লুকনো ছিল একটি মৃত ভ্রুণ। এক আধদিনের জন্য নয়, ৫ বছর ধরে। লুকিয়ে রেখেছিলেন ৪৯ বছরের এক মহিলা, পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। টোকিও পুলিশ জানিয়েছে, স্থানীয় উগুইসুদানি স্টেশনের কাছে একটি লকারে ওই ভ্রুণ রেখে দেন অভিযুক্ত মহিলা। শেষমেষ নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। উপার্জনহীন ওই মহিলা জানিয়েছেন, বছর ৪-৫ আগে তাঁর গর্ভপাত হয়। জীবন্ত শিশুর জন্ম দিতে না পারায় ভয় পেয়ে যান তিনি, দেহটির সৎকার করতে না পারায় তা লকারে পুরে দেন। কিন্তু যে বাড়িতে থাকতেন সেখান থেকেও তাঁকে বার করে দেওয়ায় লকার সঙ্গে নিয়ে আসতে পারেননি তিনি। ভয় পান, কেউ না কেউ সেই লকারের সন্ধান পাবে। তখন নিজে থেকেই পুলিশকে সব জানানোর সিদ্ধান্ত নেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















