এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
'অবাক করা', 'ভিত্তিহীন'! মোদীর অভিযোগ খারিজ কাসুরির
ইসলামাবাদ: নরেন্দ্র মোদীর দাবি ওড়ালেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরি। পাকিস্তান গুজরাত ভোটের ফল প্রভাবিত করতে চাইছে, প্রধানমন্ত্রীর তোলা এই অভিযোগকে 'হতবাক করা খবর, যার কোনও ভিত্তিই নেই' বলে মন্তব্য করে খারিজ করেছেন তিনি। পাকিস্তানের সামা টিভি-কে ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত বিদেশমন্ত্রী পদে থাকা কাসুরি বলেছেন, আমি বিরক্ত। ডিনারে গিয়েছিলাম। শুনলাম, উনি বলেছেন, পাকিস্তান চক্রান্ত করছে।
গত রবিবার গুজরাতের পালানপুরে নির্বাচনী জনসভায় মোদী দাবি করেন, পাকিস্তান গুজরাত ভোটের ফল প্রভাবিত করতে চাইছে। ৬ ডিসেম্বর রাতে কংগ্রেস নেতা মনিশঙ্কর আয়ারের বাসভবনে ডিনার বৈঠকে কয়েকজন পাকিস্তানি কর্তাব্যক্তির সঙ্গে মনমোহন সিংহের এ ব্যাপারে আলোচনা হয় বলে অভিযোগ করেন তিনি। কিন্তু সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল দীপক কপূর, চার প্রাক্তন বিদেশ সচিব ও তিন প্রাক্তন হাইকমিশনার, সামরিক বিশেষজ্ঞরা ছিলেন বলে জানিয়ে কাসুরির প্রশ্ন, তাহলে ওঁরাও কি পাকিস্তানি চক্রান্তের শরিক? ভিত্তিহীন গল্প। আর কী বলব এছাড়া! ডিনারে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়েই কথা হয়েছিল। কাসুরি এও বলেন, আগের বিভিন্ন সেমিনারে র-এর প্রাক্তন প্রধানের সঙ্গেও দেখা হয়েছে আমার। তবে কি আমার সঙ্গে যাঁদেরই দেখা হয়, তাঁরা সবাই ষড়যন্ত্রকারী?
ভারত-পাকিস্তান শান্তি প্রক্রিয়া, কাশ্মীর সমস্যার ব্যাপারে তাঁর যোগাযোগের জন্যই এ ধরনের সেমিনারে তিনি আমন্ত্রণ পান বলে জানান কাসুরি।
.
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement