এক্সপ্লোর
Advertisement
আদি বাড়ি মহারাষ্ট্রে, আজ আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক
মুম্বই: সব কিছু ঠিকঠাক থাকলে আজ আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হবেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক লিও ভরদকর। ভারতীয় সময় রাত ১০টায় ভোটের ফল বার হবে। আর তা হলে বিশ্বের তরুণতম প্রধানমন্ত্রীদের তালিকায় ৩৮ বছর বয়সি লিও-ও নাম লেখাবেন।
মুম্বইয়ের বরিভলিতে লিও ভরদকরদের বিশাল একান্নবর্তী পরিবার। পূর্বপুরুষরা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ৬০-এর দশক থেকেই পরিবারের অনেকে ছড়িয়ে পড়েন আয়ারল্যান্ডে। লিও-র বাবা অশোকও চিকিৎসক, বিয়ে করেন মিরিয়াম নামে আইরিশ এক নার্সকে। বাবা মার সঙ্গে মুম্বই এসেছেন লিও, গিয়েছেন পূর্বজদের গ্রাম ভরদে। মুম্বইয়ের কেইএম হাসপাতালে ইনটার্নশিপও করেন তিনি। এর আগে আয়ারল্যান্ডের ক্রীড়ামন্ত্রী ছিলেন, তখন গোটা আইরিশ ক্রিকেট টিমকে নিয়ে এসেছিলেন মুম্বইতে।
লুকিয়ে চুরিয়ে নয়, লিও ঘোষিত সমকামী। নিজেই জানিয়েছেন সে কথা। আয়ারল্যান্ডে সমলিঙ্গ বিবাহ আইনসিদ্ধ, লিও জানিয়েছেন, প্রধানমন্ত্রী হলে তিনি আরও সংস্কার আনবেন।
ক্ষমতায় এলে আয়ারল্যান্ডের কঠোর গর্ভপাত আইনও বাতিল করবেন লিও। ২০১২-য় এই আইনের ফাঁসে পড়েই ২৮ বছরের ভারতীয় তরুণী সবিতা হালাপ্পানাভারের মৃত্যু হয়। গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে গিয়েছে জানা সত্ত্বেও আইরিশ চিকিৎসকরা তাঁর গর্ভপাত করাননি। ধর্ষণের মত অবাঞ্ছিত গর্ভসংক্রান্ত ঘটনাতেও সে দেশে গর্ভপাতের নিয়ম নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement