এক্সপ্লোর
বিস্ফোরণ না সুপারসনিক জেট? ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল প্যারিস ও সংলগ্ন শহরতলি, আতঙ্কিত বাসিন্দারা
ফরাসি পুলিশের তরফে এক বিবৃতিতে বলা হয়, ‘এটা কোনও বিস্ফোরণ নয়, সুপারসনিক জেটপ্লেন উড়ে যাওয়ার শব্দ।’

প্যারিস: তীব্র শব্দে কেঁপে উঠল ফ্রান্সের রাজধানী প্যারিস ও সংলগ্ন শহরতলি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা প্রবল শব্দে বাড়িঘর কেঁপে ওঠে। শহর ও শহরের বাইরের প্রচুর মানুষ সেই শব্দ শুনতে পেয়েছেন বলে খবর। তবে কীসের শব্দ, তা শুরুতে নির্দিষ্ট করে জানা যায়নি। অনেকে আশঙ্কা করেছিলেন, বড়সড় কোনও বিস্ফোরণ হয়েছে। যদিও কোনও আগুন বা ধোঁয়া দেখা যায়নি। পরে পুলিশের তরফে জানানো হয়েছে যে, সুপারসনিক যুদ্ধবিমান ভূপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে যাওয়ার জন্য এই শব্দ হয়েছে। ফরাসি পুলিশের তরফে এক বিবৃতিতে বলা হয়, ‘এটা কোনও বিস্ফোরণ নয়, সুপারসনিক জেটপ্লেন উড়ে যাওয়ার শব্দ।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















