এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানে চাকরি ছাড়তে নারাজ স্ত্রীকে কেটে টুকরো করল স্বামী
লাহোর: স্ত্রী কিছুতেই চাকরি ছাড়তে রাজি হচ্ছেন না। স্বামীর হুমকি, ভয় দেখানোতেও নয়। কতদিন এই স্পর্ধা সহ্য করা যায়! শেষমেষ স্ত্রীকে চপার দিয়ে টুকরো টুকরো করে ফেলে উচিত শিক্ষা দিল স্বামী। পাকিস্তানের পঞ্জাব প্রদেশে এই ঘটনা ঘটেছে।
নাসরিন নামে বছর সাঁইত্রিশের ওই মহিলা লাহোর থেকে ৪১ কিলোমিটার দূরে মাঙ্গা মান্ডির বাসিন্দা ছিলেন। তাঁর ৩ সন্তান। গতকাল ছেলেমেয়ে ও প্রতিবেশীরা বাড়ির মধ্যে তাঁর মৃতদেহ উদ্ধার করেন।
তদন্তে মনে করা হচ্ছে, সম্মানরক্ষার ছুতোয় নাসরিনের স্বামী আফরাহিমই খুন করেছে তাঁকে। নাসরিন রাইভিন্দ এলাকায় এক কারখানায় শ্রমিকের কাজ করতেন কিন্তু আফরাহিমের তা পছন্দ ছিল না। তাঁকে চাকরি ছাড়তে চাপ দিত সে। কিন্তু নাসরিন কোনও মতেই রাজি হননি, প্রতিকূলতার মধ্যেও তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন।
মৃতার ছেলেমেয়েদের অভিযোগ, রাতে তিনি যখন ঘুমোচ্ছিলেন, তখন অভিযুক্ত দরজা ভেতর থেকে বন্ধ করে চপার দিয়ে তাঁর ওপর হামলা করে। তারপর চম্পট দেয়।
এরপর ছেলেমেয়েরা পাড়ার লোকদের ডেকে দরজা খুলে দেখে, নাসরিনের মাথা ধড় থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
আফরাহিমের খোঁজ করছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement