এক্সপ্লোর
Advertisement
বিয়ের আগে ফোনে কথা বলায় ভাগ্নি ও তার প্রেমিককে পাকিস্তানে খুন করল মামা
করাচি: বাড়িতে বিয়ের ঠিক হয়ে যাওয়ার পর হবু বরের সঙ্গে চ্যাট করছিল একটি মেয়ে। শুধুমাত্র এই অপরাধে তাকে ও তার হবু বরকে হত্যা করল মেয়েটির মামা। পাকিস্তানের সিন্ধু প্রদেশে ঘটনাটি ঘটেছে। মনে করা হচ্ছে সম্মানরক্ষার্থে ওই মেয়েটি ও তার প্রেমিককে খুন করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ঘোটকি জেলার নই ওয়াহা গ্রামে। মেয়েটির মামা দেখে ফেলে তার ভাগ্নি ও প্রেমিক ফোনে কথা বলছে। এরপরই নজরিনের ওপর আক্রমণ চালায় তার মামা। কোনওমতে সেই সময় পালালেও, নজরিন ও শাহিদকে ধাওয়া করে ধরে ফেলে মামা ও দুই আরও আত্মীয়। ঘটনাস্থলেই দুজনকে গুলিকে করে হত্যা করা হয়।
সেখানকার পুলিশের দাবি, এধরনের হত্যার ঘটনা খুবই মর্মান্তিক। সাধারণত কারও সম্পর্ক থাকলে, লুকিয়ে বিয়ে করলে পরিবারের ইচ্ছের বিরুদ্ধে, অনেক সময় সম্মানরক্ষার্তে খুন করা হয়। কিন্তু শুধুমাত্র ফোনে কথা বলার অপরাধে হত্যা, খুবই দুর্ভাগ্যজনক, মত পুলিশের। সম্প্রতিই নিহত মেয়ে ও ছেলেটির পরিবার নিজেদের মধ্যে তাদের বিয়ের বিষয়টি স্থির করে। তারপরই তারা চ্যাট করত। তারপরও কেন এমন মর্মান্তিক পরিণতি, তাই নিয়েই উঠছে প্রশ্ন। আপাতত দুজনের দেহই পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছে প্রশাসন।
ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুজনেই সম্পর্কে মেয়েটির আত্মীয়। হত্যার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement