ম্যাঞ্চেস্টার হামলা: ব্রিটিশ মহিলার প্রাণ বাঁচায় তাঁর মোবাইল ফোন!
লন্ডন: রাখে মোবাইল মারে কে!
ম্যাঞ্চেস্টার হামলায় নিজের মোবাইল ফোনের জন্য বরাতজোরে প্রাণে বাঁচলেন এক ব্রিটিশ মহিলা। হাসপাতালের বিছানায় শুয়ে নিজেই সেই অভিজ্ঞতা বর্ণনা করলেন তিনি।
খবরে প্রকাশ, লিসা ব্রিজেট নামে ওই মহিলাও সোমবার উপস্থিত ছিলেন ম্যাঞ্চেস্টার এরিনায় আরিয়ানা গ্রান্দের শোতে। ঠিক যেখানে বিস্ফোরণ ঘটে তার অদূরেই ছিলেন লিসা। ফোনে কথা বলছিলেন।
বিস্ফোরণে একটি লোহার নাটবল্টু ছিটকে এসে লাগে তার হাতে। বল্টুর গতি এতটাই বেশি ছিল, যে তা লিসার হাতের (যে হাতে মোবাইল ধরা ছিল) একটি আঙুল ও মোবাইল ভেদ করে গাল ফুঁড়ে নাকে বিঁধে যায়।
নিজের মুখে লিসা বলেন, তখন আমি ফোনে কথা বলছিলাম। আচমকা একটা বিকট কান-ফাটা আওয়াজ। সঙ্গে সঙ্গে আমি অনুভব করলাম আমার হাত ও মুখে তীব্র যন্ত্রণা। যেন একটা বুলেট ভেদ করে গেল।
লিসার স্বামী স্টিভ মনে করেন, মোবাইলে ধাক্কা খাওয়ার ফলে সম্ভবত বল্টুটির দিক-পরিবর্তন হয়ে যায়। একইসঙ্গে, তার গতিও মন্থর হয়ে পড়ে। নচেৎ, হতে পারত সেটি তাঁর স্ত্রীর কপাল ফুড়ে যেত। ফোনটি নষ্ট হলেও, প্রাণে বাঁচেন লিসা।
মঙ্গলবার, লিসার মুখে অস্ত্রোপচার হয়। পাশাপাশি, তাঁর গোড়ালির হাড় ভেঙেছে ও পায়ে গভীর ক্ষত রয়েছে। সেগুলির জন্য নতুন অস্ত্রোপচার করা হবে। তবে, এভাবে রক্ষা পাওয়ায় নিজেকে ভাগ্যবতী মনে করছেন লিসা। সৌজন্য অবশ্যই মোবাইল। প্রসঙ্গত, সেদিনের নাশকতা হামলায় ২২ জন মারা যান ও ৬৪ জন আহত হন।