এক্সপ্লোর
Advertisement
সৌন্দর্য্যে মোহিত লোকজন, সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হওয়ার পর বদলে গেল এই তরুণীর জীবন
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল হওয়া মানেই অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া। এর দৌলতেই আচমকাই কেউ কেউ 'বিখ্যাত' হয়ে ওঠেন। আবার কখনও বিপরীতও হয়।আর এই সোশ্যাল মিডিয়ার সৌজন্যেই জীবনটা বদলে গেল এক কৃষ্ণাঙ্গ সুন্দরী তরুণীর।
বিশ্বের এমন অনেক দেশ রয়েছে যেখানে গাত্রবর্ণের জন্য বৈষম্য চোখে পড়ার মতো। কিন্তু সেই পিছিয়ে পড়া মানসিকতাকে আরও একটা ধাক্কা দিল সুদানের ওই তরুণীর ছবি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবির সৌজন্য রাতিরাতি তারকা হয়ে উঠলেন ১৯ বছরের 'কৃষ্ণকলি'। তাঁর সঙ্গে চুক্তি করতে উঠে পড়ে লেগে গিয়েছে বেশ কয়েকটি মডেলিং এজেন্সি। এরইমধ্যে তিনটি কোম্পানি তরুণীর সঙ্গে চুক্তি করতে সক্ষম হয়েছে।
এসবই হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবির সৌজন্যে।
সুডানের বাসিন্দা ১৯ বছরের আনোক ইয়াই আমেরিকার ওয়াশিংটনে হাভার্ড ইউনিভার্সিটির হোমকামিং ফেস্টিভ্যালে এসেছিলেন। সেখানেই এক ফটোগ্রাফার তাঁর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। দেখতে দেখতেই ভাইরাল হয়ে যায় ওই ছবি। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ওই ফটোগ্রাফার এমন একজনকে খুঁজছিলেন, যাঁর পোশাক হবে দারুন সুন্দর। আনোকের পোশাক দেখে ভালো লাগে তাঁর। সঙ্গে সঙ্গে ক্যামেরা ক্লিক করেন তিনি।
নিজের ছবি ভাইরাল হতে দেখে প্রথমটা ঘাবড়ে গিয়েছিলেন আনোক। প্রচুর মেসেজ আসতে থাকে মোবাইলে।
আনোক বলেছেন, এখন তিনি মডেল হয়ে গিয়েছেন। তাঁর ছবি একদিনেই ১১ হাজার লোক লাইক করেন।
তিনি বলেছেন, প্রথমবার ইন্সটাগ্রামে ছবিটি দেখে তাঁর খুব একটা ভালো লাগেনি। ঠিকঠাক ছিল, এটুকুই বলা যায়। কিন্তু মানুষের কাছে ভালো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। এজন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
S I G N E D ???? — @anok_yai has signed with Next Management worldwide. Please join us in welcoming Anok! pic.twitter.com/razxjEASy5 — Next Models (@NextModels) October 31, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement