এক্সপ্লোর
মার্কিন পত্রিকার ১০০ সবচেয়ে প্রভাবশালী মানুষের তালিকায় থাকার দৌড়ে মোদী, পুতিন, ট্রাম্প, নাদেল্লা

নিউইয়র্ক: সমসাময়িক বিশ্বে ছাপ ফেলেছেন, এমন ১০০ সবচেয়ে প্রভাবশালী মানুষের তালিকায় জায়গা পাওয়ার দাবিদারদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মাইক্রোসফটের প্রধান সত্য নাদেল্লা, যাঁর জন্ম হয়েছে ভারতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সদ্য ফের রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ভ্লাদিমির পুতিন, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। তালিকাটি তৈরি করছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টাইম ম্যাগাজিন। ১০০ জনের তালিকায় শেষ পর্যন্ত কারা থাকবেন, তা চূড়ান্ত করবেন টাইম সম্পাদকরা। তবে পত্রিকা কর্তৃপক্ষ পাঠকদের অনলাইনে ভোট দিয়ে জানাতে বলেছে, কোন ১০০ জনকে বছরের সবচেয়ে প্রভাবশালী মানুষ বলে মনে করছে তারা। এক দশকের বেশি হয়ে গেল টাইম পত্রিকা দুনিয়ার সবচেয়ে নামী শিল্পী, রাজনীতিক, নেতা, বিজ্ঞানী, সমাজকর্মী, শিল্পোদ্যোগীদের ১০০ জনের বার্ষিক তালিকা বের করে। এবারের তালিকা বেরবে সামনের মাসে। এবারের সর্বসেরা হওয়ার দৌড়ে থাকা নেতাদের তালিকায় আছেন মোদী। টাইম-এর গত বেশ কয়েক বছরে নিয়মিত সম্ভাব্য সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের সারিতে তাঁর নাম থাকছে। ২০১৬, ২০১৭ পরপর দু বছরই সম্ভাব্য সর্বসেরার তালিকায় ছিলেন তিনি। ২০১৫-য় টাইম তাঁকে দুনিয়ার ১০০ সবচেয়ে প্রভাবশালী মানুষের তালিকায় রেখেছিল। সেবার মোদীর প্রোফাইল লিখে দিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এবারের সবচেয়ে প্রভাবশালী হওয়ার দৌড়ে থাকা মানুষজনের তালিকায় বাকিদের মধ্যে আছেন উত্তর কোরিয়ার কিম জং-উন, পাকিস্তানি মার্কিন অভিনেতা কুমাইল নানজিয়ানি, ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, মেয়ে জামাই তথা সিনিয়র উপদেষ্টা জারেড কুশনার, ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গ, অ্যামাজন প্রধান জেফ বেজোস, ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামাও। অভিবাসনে সংস্কার চেয়ে লড়াইয়ে নামা 'ড্রিমার্স' থেকে স্কুলে নিরাপত্তা ও বন্দুকের ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ চালুর দাবিতে আন্দোলনে হাঁটা পডু়য়ারাও সম্ভাব্য সবচেয়ে প্রভাবশালী তালিকায় থাকার দৌড়ে আছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















