এক্সপ্লোর
Advertisement
মোদী খুব ভাল ইংরেজি বলেন, তবে বলতে চান না, রসিকতা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্টের রসিকতা বুঝে হাসতে থাকেন ভারতের প্রধানমন্ত্রী
বিয়ারিৎজ: একবার নরেন্দ্র মোদীর কথা বলার ভঙ্গি নকল করে দেখিয়েছিলেন। এবার ফ্রান্সে জি-৭ বৈঠকের মাঝেও ফের ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মজার ছলে বললেন, মোদী খুব ভাল ইংরেজি বলেন। তবে উনি বেশি কথাই বলতে চান না। যা নিয়ে দুই রাষ্ট্রনায়কই বেশ মজা করলেন।
জি-৭ সম্মেলনের মধ্যেই দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের বিয়ারিৎজ শহরে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে মুখোমুখি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার ব্রিটেনের প্রধানমন্ত্রীর পর সোমবার ছিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক। ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠক চলে ৪০ মিনিট। দুই রাষ্ট্রনায়ক করমর্দন করেন। তারপর উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের হিন্দিতে মোদী বলেন, 'আমাদের কথা বলতে দিন। সঠিক সময়ে আপনাদের সব জানাব।'
এরপরই মজা করে ট্রাম্প বলেন, 'উনি (মোদী) কিন্তু খুব ভালো ইংরেজি বলতে পারেন। তবে বলতে চান না।' মার্কিন প্রেসিডেন্টের রসিকতা বুঝে হাসতে থাকেন ভারতের প্রধানমন্ত্রী। হাসির রোল ওঠে বিরাট হলঘরে। ট্রাম্পের হাত ধরে, তাতে তালি দেন প্রধানমন্ত্রী মোদী। ট্রাম্পও হেসে সৌজন্যতা দেখান। দুই রাষ্ট্রনেতার সেই মুহূর্ত উপভোগ করেন উপস্থিত সকলেই।#WATCH France: US President Donald Trump jokes with Prime Minister Narendra Modi during the bilateral meeting on the sidelines of #G7Summit. Trump says, "He (PM Modi) actually speaks very good English, he just doesn't want to talk" pic.twitter.com/ee66jWb1GQ
— ANI (@ANI) August 26, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement