সন্ত্রাস দমনে সহযোগিতা জোরদার করার শপথ ডোভাল ও রুশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে, কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে রাশিয়া
মহাকাশ ক্ষেত্র ও গগনযান কর্মসূচিতে দুদেশের চলতি সহযোগিতার স্তর খতিয়ে দেখেন তাঁরা
মস্কো: ভারত ও রাশিয়া সন্ত্রাস দমনে নিজেদের মধ্যে সহযোগিতা জোরদার করার শপথ নিল, সার্বভৌমত্ব, ভৌগলিক অখন্ডতা রক্ষা ও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ, নাক গলানো রোধ করার কথাও বলল। আজ এখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও রুশ শীর্ষকর্তা নিকোলাই পাত্রুশেভের বৈঠক হয়। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সেপ্টেম্বরে গোড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইস্টার্ন ইকনমিক ফোরামের বৈঠক উপলক্ষ্যে ভ্লাদিভোস্তক সফরে আসার কথা। তার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন ডোভাল, পাত্রুলেভ। বিবৃতিতে প্রকাশ, দুটি দেশের জাতীয় সুরক্ষা পরিষদের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে দুজনের আলোচনা হয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুও ওঠে। প্রসঙ্গত, পাত্রুশেভ হলেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা। সন্ত্রাসদমন সহযোগিতা জোরদার করার অভিপ্রায় ফের প্রকাশ করেছে দুপক্ষই, বলা হয়েছে বিবৃতিতে।
জম্মু ও কাশ্মীর সংক্রান্ত ভারতের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত করে বিবৃতিতে বলা হয়েছে, দুদেশের দীর্ঘদিনের অবস্থান অনুসারে পারস্পরিক আলোচনা ও সার্বভৌমত্ব, ভৌগলিক অখন্ডতা রক্ষা ও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ রোধে পারস্পরিক সমর্থনের কথা ফের বলেছে দুদেশ। আলোচনা হয়েছে পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাসের ভিত্তিতে। তা থেকে নানা ইস্যুতে দুদেশের সম অবস্থান প্রতিফলিত হয়েছে। এতে দুপক্ষের ‘বিশেষ ও অগ্রাধিকার দেওয়া কৌশলগত শরিকি সম্পর্কে’র ছাপ রয়েছে।
ডোভাল রোসকোমস স্টেট কোঅপারেশন ফর স্পেস অ্যাক্টিভিটিস-এর ডিরেক্টর ডিমিত্রি রোগোজিনের সঙ্গেও দেখা করেন। মহাকাশ ক্ষেত্র ও গগনযান কর্মসূচিতে দুদেশের চলতি সহযোগিতার স্তর খতিয়ে দেখেন তাঁরা। রোগোজিন চন্দ্রযান কর্মসূচির অগ্রগতির প্রশংসা করেন, তার সাফল্যের জন্য রাশিয়ার শুভেচ্ছাও জানান।