এক্সপ্লোর
Advertisement
ট্রাম্পকে ফোন করে অভিনন্দন, হোয়াইট হাউসে আমন্ত্রণ ওবামার
ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে হোয়াইট হাউসে বৃহস্পতিবার আমন্ত্রণ জানালেন বারাক ওবামা। ভাবী রিপাবলিকান প্রেসিডেন্টকে নির্বাচনী সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে হোয়াইট হাউসে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য কাল তাঁকে সেখানে আসতে বলেন বর্তমান প্রেসিডেন্ট।
হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, হোয়াইট হাউসে নিজের বাসভবন থেকেই ট্রাম্পকে ফোন করেন ওবামা। ট্রাম্পের নির্বাচনী প্রচার সংক্রান্ত ম্যানেজার কেলেইন কনওয়ে জানিয়েছেন, নিউ ইয়র্কে নিজের সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন ট্রাম্প, তখনই ওবামার ফোন আসে। মঞ্চ থেকে নেমে পরে ট্রাম্প ফোন করেন তাঁকে। দুজনের মধ্যে ‘দারুণ কথা হয়েছে’ বলে জানান তিনি। সম্ভবত কালই দুজনের দেখা হতে পারে বলে জানিয়েছেন কনওয়ে।
হোয়াইট হাউসের মুখপাত্রটি জানান, নির্বাচনী ফলাফল নিয়ে আলোচনার ব্যাপারে কাল বিবৃতি দিতে পারেন ওবামা। গোটা একটা দেশ হিসাবে এগিয়ে আসার ব্যাপারে কী কী করণীয়, বলবেন তাও।
ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী পরাজিত ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকেও ফোন করেন ওবামা। ট্রাম্পের সঙ্গে যেভাবে সমানে লড়ে গিয়েছেন হিলারি, সেজন্য তাঁকে বাহবা দিয়েছেন প্রেসিডেন্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement