এক্সপ্লোর
Advertisement
বয়স ১৪৬! মারা গেলেন বিশ্বের ‘প্রবীণতম’ ব্যক্তি
নয়াদিল্লি: ১৪৬ বছর বয়সে মার গেলেন ইন্দোনেশিয়ার নাগরিক এমবাহ ঘোটো। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন তিনিই-এমনটা দাবি করা হচ্ছে। বিশ্বের প্রাচীনতম মানুষটি মধ্য জাভায় নিজের বাড়িতেই প্রয়াত হয়েছে।
জন্ম শংসাপত্র অনুযায়ী ১৮৭০-এর ডিসেম্বরে জন্ম ঘোটোর। গত ১২ এপ্রিল শারীরিক অসুস্থতার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ছয়দিন পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘোটোর নাতি সুয়ান্তো জানিয়েছেন, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর কিছু খেতে পারছিলেন না ঘোটে। শুধু কয়েক চামচ খিচুড়ি ও সামান্য জলপান করেছিলেন তিনি।
গত বছর বিবিসি ঘোটোর সাক্ষাত্কার নিয়েছিল। এই দীর্ঘজীবনের রহস্য কী, তা জানতে চাওয়া হলে ঘোটো বলেছিলেন, ধৈর্য্য। তিনি আরও বলেছিলেন, তাঁর জীবনে এমন অনেক লোকজন রয়েছেন, যাঁরা তাঁকে ভালোবাসেন, যত্ন করেন।
এক সময় ঘোটো প্রচুর পরিমাণে ধূমপানও করতেন।
স্থানীয় বাসিন্দাদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন ঘোটো। কারণ, তাঁরা পুরানো দিনের কথা, যুদ্ধের কাহিনী ঘোটোর মুখে শুনতে পেতেন। সুয়ান্তো জানিয়েছেন, সোমবার সিমেন্টের একটি কফিনে ঘোটোকে সমাধিস্থ করা গিয়েছে। কয়েক বছর আগে ওই কফিন নিজেই কিনেছিলেন ঘোটো।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement