সরফরাজরা ভারতকে হারিয়েছেন, উল্লাসে গুলি, পাকিস্তানে হত কিশোর
করাচি: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জয়ের উৎসব উদযাপনে গুলি চললে নিহত হল এক পাকিস্তানি কিশোর। ঘটনা ঘটেছে করাচিতে।
খবরে প্রকাশ, রবিবার ভারতের বিরুদ্ধে জয়ের পর পাকিস্তান জুড়ে শুরু হয় উৎসব। বহু ভক্ত আনন্দে মেতে ওঠেন। সেই উল্লাস এক এক জায়গায় মাত্রা ছাড়িয়ে যায়। সেখানে জয়ে মাতোয়ারা কিছু মানুষ শূন্যে গুলি ছোঁড়ে।
আর সেই উদযাপনের গুলিতে নিহত হয় এক কিশোর। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, সঈদ হুসেন রাজা জইদি নামে বছর পনেরোর ওই কিশোর নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছিল। সেই সময় কিছু লোক তার বাড়ির সামনে শূন্যে গুলি চালিয়ে উৎসব উদযাপন করছিল।
কিশোরের কাকা সঈদ হাসান রাজা জইদি জানান, হুসেন তাঁকে জানায়, গুলি চালিয়ে সকলে আনন্দ করছে। তিনি ছেলেকে সঙ্গে সঙ্গে ঘরে আসতে বলেন। কাসিম যোগ করেন, যেই হুসেন ঘরে ঢোকার জন্য পেছন ফেরে, সঙ্গে সঙ্গে তার গুলি লাগে। ছেলের চিৎকারে বাইরে বেরিয়ে আসেন কাসিম। ছেলে তাঁকে বলে, বাবা আমার গুলি লেগেছে।
হুসেনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, ততক্ষণে কিশোরের শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে গিয়েছিল। তা সত্ত্বেও চিকিৎসকরা অস্ত্রোপচার করেন। কিন্তু, তাঁদের সব চেষ্টা ব্যর্থ হয়। জানা গিয়েছে, দুটি মোটর সাইকেল করে চার যুবক গুলি ছুঁড়তে ছুঁড়তে যাওয়ার সময় দুটি গুলি লাগে কিশোরের। একটি বুকে, একটি পেট এফোঁড়-ওফোঁড় করে চলে যায়।
সুখের উদযাপন মুহূর্তে বদলে যায় বিষাদে। পাক সংবাদমাধ্যমের খবর, করাচিতে এই গুলির ঘায়ে আরও প্রায় এক ডজন লোক আহত হয়েছেন। একইভাবে খাইবার পাখতুনখোয়া প্রদেশেও, বহু মানুষ আহত হন।