এক্সপ্লোর
Advertisement
নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় 'চর-ড্রোন' গুলি করে ফেলে দিয়েছে, দাবি পাক সেনার
ইসলামাবাদ: দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপড়েনের মধ্যেই নিয়ন্ত্রণ রেখায় 'নজরদারি চালানো' ভারতীয় ড্রোন গুলি করে ফেলে দেওয়ার দাবি করল পাকিস্তান। সোস্যাল মিডিয়ায় পাক সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের দাবি, রাখচিকরি সেক্টরে ভারতীয় ড্রোনকে আঘাত করেছে তাঁদের বাহিনী। চরবৃত্তি করতে পাঠানো সেই ড্রোনের 'ধ্বংসাবশেষ'ও পাক সেনার কাছে আছে বলে জানিয়েছেন গফুর।
তিনি ট্যুইট করেন, পাক সেনার বন্দুকবাজরা রাখচিকরি সেক্টরে নজরদারি চালানো ভারতীয় কোয়াডকপ্টরকে গুলি করে ভূপতিত করেছে। দাবির স্বপক্ষে তিনি যে ছবিটি দিয়েছেন, সেটি ড্রোন নির্মাতা সংস্থা ডিজেআই-এর তৈরি একটি বাণিজ্যিক চালকহীন আকাশযানের বলে মনে করা হচ্ছে।
Indian quadcopter spying across LOC in Rakhchikri sector shot down by Pak Army shooters. Wreckage held. pic.twitter.com/g9FG7EghPS
— Maj Gen Asif Ghafoor (@OfficialDGISPR) October 27, 2017
এই নিয়ে দ্বিতীয়বার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোয়াডকপ্টর গুলি করে ফেলে দেওয়ার দাবি করল পাকিস্তান। গত বছরের নভেম্বরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের সীমানার ভিতরে একই ধরনের একটি কোয়াডকপ্টর গুলি করে ফেলে দেওয়া হয়েছে বলে ট্যুইট করেছিলেন গফুরের পূর্বসূরী আসিম বাজওয়া।
পাকিস্তানের তরফে আমেরিকার কাছে ভারতকে সশস্ত্র ড্রোন বিক্রির ভাবনাচিন্তায় তীব্র আপত্তি প্রকাশ করে এতে সংঘাত মাথাচাড়া দেওয়ার বিপদ বাড়তে পারে বলে জানিয়ে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই গফুর ট্যুইটে ভারতের চর-ড্রোন গুলি করে নামানোর দাবি করেন।
আমেরিকা ভারতীয় বায়ুসেনার আধুনিকীকরণের প্রয়াসে সশস্ত্র ড্রোন সরবরাহের আবেদন 'বিবেচনা করা হচ্ছে' বলে ওয়াশিংটন বার্তা দেওয়ার পর পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া গতকাল বলেন, এতে সামরিক হঠকারিতায় উত্সাহ দেওয়া হবে, ফলে সংঘাত ঠেকিয়ে রাখার শক্তি হ্রাস পাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement