এক্সপ্লোর
ভারত, প্রধানমন্ত্রী মোদী তাদের এক নম্বর শত্রু, ঘোষণা করল জৈশ ই মহম্মদ

ইসলামাবাদ: পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জৈশ ই মহম্মদ ভারতকে তাদের প্রধান শত্রু বলে ঘোষণা করল। জৈশ প্রতিষ্ঠাতা মৌলানা মাসুদ আজহারের ভাই মৌলানা তালহা সিয়াফ সিন্ধুর লারকানায় এক মিছিলে এই ঘোষণা করেছে। তালহা বলেছে, ভারত জৈশের প্রধান শত্রু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসুদ আজহারের প্রধান শত্রু। জীবনে শ্রেষ্ঠ কিছু লাভ করতে মুসলমানদের জেহাদের পথে হাঁটার পরামর্শ দিয়েছে সে। তালহা আরও বলেছে, ভারত এই এলাকার মিনি সুপার পাওয়ার, ৬০ বছর ধরে পাকিস্তানের জন্য একের পর এক সমস্যা তৈরি করেছে। কিন্তু ভারতের ৬ লাখ জওয়ানের সেনা কাশ্মীরে বেকায়দায় পড়েছে, উপত্যকায় নিজেদের জয় তারা ঘোষণা করতে পারছে না। কাশ্মীরের মা, বোনেরা এই পরিস্থিতিতে পাকিস্তানিদের ডাকছে কিন্তু আমরা দাসেরা অবিশ্বাসীদের সীমান্ত পার হতে পারছি না। এবার স্বাধীন মুজাহিদিনরা সীমান্ত পার হতে পারে। বক্তৃতায় রাম মন্দির ইস্যুও তুলে আনে তালহা। বলে, ভারত সরকার বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানানোর চেষ্টা করছে। মৌলানা মাসুদ আজহার জানিয়ে দিয়েছে, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করতে দেওয়া হবে না। প্রতি বছর ভারত সরকার ঘোষণা করে, অমুক দিনে রাম মন্দির তৈরি হবে আর সীমান্তের এ পাশ থেকে ঘোষণা হয়, বাবরির জায়গায় রাম মন্দির তৈরি করা যাবে না। এখনও কিন্তু রাম মন্দির তৈরি হয়নি। তালহা বলেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















