এক্সপ্লোর
Advertisement
৫ হাজারের বেশি সন্ত্রাসবাদীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে, দাবি পাকিস্তানের
ইসলামাবাদ: পেশোয়ারের সেনা পরিচালিত স্কুলে ২০১৪ সালের ভয়াবহ হত্যাকাণ্ডের পর তৈরি হওয়া বিশ দফা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অনুসারে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সমন্বয় গড়ে অভিযান চালাচ্ছে বলে জানাল পাকিস্তান। স্কুলে ঢুকে জঙ্গিরা বর্বরোচিত হামলা চালিয়ে ১৫০-র বেশি মানুষকে হত্যা করেছিল, যাদের বেশিরভাগই পড়ুয়া।
৫০০০-এর বেশি সন্দেহভাজন জঙ্গির ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে, যার ফলে ৩ কোটি টাকার বেশি অর্থ তারা হাতে পাবে না বলে জানিয়েছেন পাক অভ্যন্তরীণ মন্ত্রকের জনৈক কর্তা।
তিনি বলেন, ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের ৬ নম্বর পয়েন্টে সন্ত্রাসবাদীদের ও তাদের সংগঠনের তহবিলে অর্থের জোগান আটকে দেওয়ার কথা রয়েছে। পাকিস্তান উঠেপড়ে লেগেছে জঙ্গিদের বিরুদ্ধে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করছে, পরিচয়পত্র বাতিল করছে, অভিযানের নিশানাও করছে তাদের। যে কোনও হিংসাত্মক কার্যকলাপে বেআইনি আর্থিক জোগান রুখতে ফাঁস আরও কঠিন করা হচ্ছে।
ন্যাশনাল কাউন্টার টেররিজম অথরিটির সুপারিশক্রমে দু হাজারের বেশি সন্দেহভাজন সন্ত্রাসবাদীর জাতীয় পরিচয়পত্র আটকে দেওয়ার নির্দেশও জারি হয়েছে।
তিনি জানান, অপারেশন জারব-ই-আরব ও অপারেশন রাদ্দুল ফাসাদ-এ কয়েকশ সন্ত্রাসবাদী খতমও হয়েছে। দুটি অভিযানেরই উদ্দেশ্য একেবারে চিরকালের মতো সন্ত্রাসবাদের বিপদকে নিশ্চিহ্ন করা।
পাক সেনা ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, হিংসায় জড়িত প্রতিটি গোষ্ঠীর বিরুদ্ধেই চলছে অভিযান। ৯/১১-র হামলার পর থেকে এ পর্যন্ত পাকিস্তানকে সন্ত্রাসবাদ দমন অভিযানের পিছনে ঢালতে হয়েছে ১০ হাজার কোটির বেশি মার্কিন ডলার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement