এক্সপ্লোর
Advertisement
উরি হামলার প্রেক্ষাপটে অক্টোবরে ভারতে বাণিজ্য মেলা বাতিল করে দিল পাকিস্তান
ইসলামাবাদ: উরির হামলার জের। পারস্পরিক বিরোধ, অভিযোগ ও পাল্টা অভিযোগের প্রেক্ষাপটে আগামী মাসে ভারতে হতে চলা বাণিজ্য মেলা বাতিল করে দিল পাকিস্তান।
অক্টোবরে নয়াদিল্লিতে হওয়ার কথা ছিল ‘আলিশান পাকিস্তান প্রদর্শনী’-র তৃতীয় সংস্করণ। ২০১২ ও ২০১৪ সালে এই প্রদর্শনী বিরাট সাফল্য পেয়েছিল। এবারও যাতে একই সাড়া মেলে, সেজন্য বেশ কিছুদিন ধরেই এই বাণিজ্য মেলার আয়োজন নিয়ে লেগে ছিল ট্রেড ডেভেলপমেন্ট অথরিটি অব পাকিস্তান (টিডিএপি)। কিন্তু কাঁটা হয়ে দাঁড়াল উরির ভারতীয় সেনাঘাঁটিতে পাকিস্তান থেকে মদত পাওয়া সন্ত্রাসবাদী হামলার ঘটনাটি, যা দুটি দেশের মধ্যে সম্পর্কে তীব্র উত্তেজনা, সংশয়ের বাতাবরণ তৈরি করেছে। গতকালই এক বিবৃতিতে টিডিএপি বলেছে, পাকিস্তান ও ভারতের সম্পর্ক বর্তমানে যে অবস্থায় রয়েছে, তার পরিপ্রেক্ষিতে ২০১৬-র প্রস্তাবিত অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। এমন পরিস্থিতিতে টিডিএপি-র কিছু করার নেই।
ভারত, পাকিস্তানের মধ্যে পারস্পরিক বাণিজ্যিক লেনদেন চাঙ্গা করতেই ওই প্রদর্শনী হওয়ার কথা ছিল। সেখানে দু দেশের ক্রেতা, বিক্রেতাদের এক মঞ্চে পরস্পরের কাছাকাছি নিয়ে আসাই ছিল এর উদ্দেশ্য। কিন্তু পাকিস্তান প্রদর্শনী বাতিল করে দেওয়ায় সেই সুযোগ মিলবে না।
প্রসঙ্গত, গত আর্থিক বছরের জুলাই-মে সময়সীমার মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য লেনদেন হয়েছে ২০,৬০০ কোটি টাকার। পাকিস্তান থেকে ভারতে রপ্তানির পরিমাণ ছিল ৪২০০ কোটি টাকা। উল্টোদিকে ভারত থেকে পাকিস্তানে রপ্তানি হয়েছে ১৬,২০০ কোটি টাকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement