এক্সপ্লোর
Advertisement
কাশ্মীরী যুবককে মানবঢাল: মেজর গগৈকে সেনার মেডেলের নিন্দা পাকিস্তানের
ইসলামাবাদ: কাশ্মীরি যুবককে সেনার জিপে বেঁধে মানবঢাল করার ঘটনায় জড়িত সেনা অফিসার মেজর নিতিন লিতুল গগৈকে সেনাপ্রধানের কমেন্ডেশন কার্ড দিয়ে পুরস্কৃত করার তীব্র নিন্দা করল পাকিস্তান।
গত ৯ এপ্রিল শ্রীনগর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণের সময় বদগাঁমের একটি বুথে মারমুখী পাথরবাজদের থেকে বাহিনীর জওয়ানদের রক্ষা করতে ফারুক আহমেদ দার নামে এক কাশ্মীরী যুবককে হাতের কাছে পেয়ে জিপের বনেটে বেঁধে এলাকায় ঘোরানোর নির্দেশ দিয়েছিলেন গগৈ। ঘটনার ভিডিও ভাইরাল হয়। সমালোচনার ঝড় উঠলেও উপস্থিত বুদ্ধি খাটিয়ে একটিও বুলেট না ছুঁড়ে পরিস্থিতি সামলেছেন বলে তাঁর ভূয়সী প্রশংসা করে সেনা কর্তৃপক্ষ। উপত্যকায় সন্ত্রাস দমনে 'লাগাতার প্রয়াসের' স্বীকৃতি হিসাবে ৫৩ রাষ্ট্রীয় রাইফেলসের ওই অফিসারকে মেডেল দেওয়া হয় সেনার তরফে।
এদিন পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বলেন, মেজর লিতুল গগৈ হঠকারীর মতো এক কাশ্মীরী যুবককে মানবঢাল হিসাবে ব্যবহার করেছেন। সেই তাঁকে পুরস্কার দেওয়া নিন্দার ব্যাপার। এটা অপরাধ, মানবিকতার অপমান।
ভারতীয় সেনাবাহিনীর এমন 'কাপুরুষতা, অমানবিক আচরণ' এই প্রথম নয় বলেও মন্তব্য করেন জাকারিয়া।
ভারতীয় বাহিনীর বিরুদ্ধে সাধারণ নাগরিকদের ওপর 'ব্যাপক হিংসাত্মক কার্যকলাপ' চালানোর অভিযোগ তুলে আন্তর্জাতিক মহল, বিশেষত রাষ্ট্রপুঞ্জকেও সেদিকে নজর দেওয়ার আবেদন করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement