এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানে শিখ তীর্থযাত্রীদের সঙ্গে দেখা করতে দেওয়া হল না ভারতীয় কূটনীতিবিদদের, প্রতিবাদ নয়াদিল্লির
নয়াদিল্লি: পাকিস্তানে তীর্থ করতে যাওয়া শিখ ধর্মাবলম্বীদের সঙ্গে ভারতীয় কূটনীতিবিদদের দেখা করতে না দেওয়ার তীব্র প্রতিবাদ জানাল ভারত। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দ্বিপাক্ষিক চুক্তির পর প্রায় ১,৮০০ শিখ ধর্মাবলম্বী ব্যক্তি এ মাসের ১২ তারিখ পাকিস্তানে গিয়েছেন। তাঁরা বিভিন্ন ধর্মস্থানে যাবেন। গতকাল তাঁদের সঙ্গে দেখা করে বৈশাখীর শুভেচ্ছা জানাতে যাচ্ছিলেন ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়া। কিন্তু গুরুদ্বারা পঞ্জা সাহিবে যাওয়ার পথে তিনি ফিরে যেতে বাধ্য হন। ব্যাখ্যাতীত কূটনৈতিক অসৌজন্য দেখিয়েছে পাকিস্তান। এই আচরণ ভিয়েনা চুক্তির বিরোধী। এই ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে।’
সম্প্রতি পাকিস্তানে ভারতীয় কূটনীতিবিদদের হেনস্থার অভিযোগ ওঠে। পাকিস্তান আবার পাল্টা ভারতে তাদের কূটনীতিবিদদের হেনস্থার অভিযোগ করে। দু’দেশের আলোচনার ভিত্তিতে এই বিতর্ক মিটিয়ে নেওয়া হয়েছে বলে জানায় বিদেশমন্ত্রক। কিন্তু ফের পাকিস্তানে হেনস্থার শিকার হলেন ভারতীয় হাই কমিশনার। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার কারণ দেখিয়ে হাই কমিশনারকে ফিরে যেতে বলা হয়। কিন্তু নিরাপত্তাজনিত কী সমস্যা আছে, সেটা জানানো হয়নি। এর আগে শিখ তীর্থযাত্রীরা যখন ১২ তারিখ ওয়াগা রেলস্টেশনে পৌঁছন, তখনও তাঁদের সঙ্গে ভারতীয় কূটনীতিবিদদের দেখা করতে দেওয়া হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement