এক্সপ্লোর
Advertisement
কাশ্মীরের বিষয়ে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের হস্তক্ষেপ দাবি পাকিস্তানের
রাষ্ট্রপুঞ্জ: রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরেজের সঙ্গে এক বৈঠকে কাশ্মীরের বিষয়ে হস্তক্ষেপ দাবি করল পাকিস্তান। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের সঙ্গে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের বৈঠক ছিল। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। সেখানেই পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধি দাবি করেন, কাশ্মীরের পরিস্থিতির অবনতি হচ্ছে। এর ফলে গোটা দক্ষিণ এশিয়ার স্থিতাবস্থা বিঘ্নিত হতে পারে। তাই কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য উদ্যোগ নেওয়া উচিত রাষ্ট্রপুঞ্জের।
এ বছরের জানুয়ারিতে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব হওয়ার কিছুদিন পরেই গুতেরেজের কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ করেন লোধি। তিনি এক ডসিয়েরে অভিযোগ করেন, পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে এবং সন্ত্রাসবাদ ছড়াচ্ছে ভারত। এ বিষয়ে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের একটি চিঠিও রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের হাতে তুলে দেন লোধি। এবার কাশ্মীরের বিষয়ে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি করল পাকিস্তান। তবে গুতেরেজ সরাসরি হস্তক্ষেপ করার কথা জানাননি।
গুতেজের মুখপাত্র জানিয়েছেন, তিনি কাশ্মীর এবং ভারত-পাক সীমান্তের পরিস্থিতির উপর নজর রাখছেন। আলোচনার মাধ্যমেই ভারত-পাকিস্তানকে কাশ্মীর সমস্যার সমাধান খোঁজার বার্তা দিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব।
এর আগে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের সম্মেলনে কাশ্মীরের বিষয়ে ভারতের অবস্থানের বিরোধিতা করা হয়েছিল। ভারত সেই মন্তব্যের সমালোচনা করে বলে, এ বিষয়ে তাদের হস্তক্ষেপের অধিকার নেই। কিন্তু তারপরেও এই সংগঠনকে ব্যবহার করে আন্তর্জাতিক মহলে ভারতের বিরোধিতা করে চলেছে পাকিস্তান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement