এক্সপ্লোর
Advertisement
রাষ্ট্রপুঞ্জের ভাষণের প্রাক্কালে ফোনে পাক সেনাপ্রধানের সঙ্গে কথা, সুর নরম করতে পারেন শরিফ
ইসলামাবাদ: রাষ্ট্রপুঞ্জের ভাষণের আগে ফোনে সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের সঙ্গে কথা বললেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। উরি হামলার প্রেক্ষাপটে নওয়াজ শরিফ তাঁর ভাষণে কাশ্মীর নিয়ে সরব হতে পারেন বলে শোনা যাচ্ছে। ভারত বালুচিস্তান ইস্যু তোলায় পাল্টা কাশ্মীর ইস্যু খুঁচিয়ে তুলবেন শরিফ, এমনই ধারনা পর্যবেক্ষক মহলের। কিন্তু গতকাল রাতে সেনাপ্রধানের সঙ্গে তাঁর কথা হওয়ার পর এই মর্মে জল্পনা তুঙ্গে যে, পাছে ভারতের সঙ্গে সম্পর্কে টেনশন আরও বেড়ে যায়, তাই তিনি হুঙ্কার না-ও ছাড়তে পারেন। বরং উত্তেজনার পারদ কমাতে সুর না চড়িয়েই ভারতকে আক্রমণের রাস্তায় যেতে পারেন তিনি।
পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্তা বলেছেন, গতরাতে দুই শরিফের আলোচনায় কাশ্মীরের বর্তমান পরিস্থিতি উঠেছে। উরিতে সন্ত্রাসবাদী হানায় ১৮ ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্কে থমথমে পরিস্থিতি তৈরি হওয়ার ব্যাপারে তাঁদের কথা হয়।
কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জে মুখ খুলে ভারতকে চাপে ফেলবেন, এমনটাই ভাবনা ছিল শরিফের।কিন্তু উরি হামলার পর সীমান্ত সন্ত্রাসবাদের ইস্যুটি ফের সামনে চলে আসায় পরিস্থিতি বদলে গিয়েছে। শরিফের দপ্তরের অফিসারটি বলেন, ভাষণে ভারসাম্য রাখার চেষ্টা করতে পারেন প্রধানমন্ত্রী। তিনি কাশ্মীরে ভারতের অত্যাচারের কথা বললেও উত্তেজনা প্রশমনে সমঝোতার বার্তাও দিতে পারেন। রাষ্ট্রপুঞ্জে গৃহীত প্রস্তাব রূপায়ণে জোর দেওয়া সহ কাশ্মীর ইস্যু মেটানোর ব্যাপারে তিনি কোনও প্রস্তাব দিতে পারেন, আন্তর্জাতিক মহলকে মধ্যস্থতার ভূমিকা পালনের ডাকও শোনা যেতে পারে তাঁর মুখে। যদিও এ সবই জল্পনা। উরি হামলার পর পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের প্রথম আলোচনা নিয়ে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।
পাক সংবাদ চ্যানেল জিও টিভি জানিয়েছে, উরির ঘটনার পরের পরিস্থিতি যে কতখানি গুরুতর, তা ওই দুজনের কথাবার্তা থেকেই পরিষ্কার।
ভারত পাকিস্তানের দিকে আঙুল তুলেছে উরি হামলার পর। ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিংহ দাবি করেছেন, সন্ত্রাসবাদী অভিযানে চালিয়ে খতম হওয়া চার জঙ্গির কাছে যেসব সামগ্রী ছিল, সেগুলির গায়ে পাকিস্তানি ছাপ্পা রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement