এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানের প্রথম শিখ পুলিশ অফিসারকে মারধর, জোর করে বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ
লাহৌর: পাকিস্তানের প্রথম শিখ পুলিশ অফিসার গুলাব সিংহ শাহিনকে মারধর এবং পরিবার সহ বাড়ি থেকে জোর করে উচ্ছেদের অভিযোগ উঠল। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে গুলাব জানিয়েছেন, ‘লাহৌর থেকে ২৮ কিমি দূরে ডেরা চহাল অঞ্চলে আমার বাড়ি থেকে আমাদের উচ্ছেদ করেছে শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির পরিচালন সংস্থা এভাকু ট্রাস্ট প্রপার্টি বোর্ড। আমার পাগড়ি খুলে দেওয়া হয় এবং মারধর করা হয়। ১৯৪৭ সালে দেশভাগের সময়ও শিখরা পাকিস্তান ছেড়ে যাননি। কিন্তু এখন তাঁদের পাকিস্তান ছাড়তে বাধ্য করা হচ্ছে।’
২০১১ সালে এভাকু ট্রাস্ট প্রপার্টি বোর্ডের তৎকালীন চেয়ারম্যান সৈয়দ আসিফ আখতার হাশমির বিরুদ্ধে বেআইনিভাবে গুরুদ্বারার জমি বিক্রির অভিযোগে মামলা দায়ের করেন গুলাব। এ বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট রায় দেয়, হাশমি বেআইনিভাবে গুরুদ্বারার জমি বিক্রি করেছিলেন। এভাকু ট্রাস্ট প্রপার্টি বোর্ড অবশ্য এখনও দাবি করছে, গুরুদ্বারা জানুম আস্থান বেবে নানাকি ডেরা চাহিলের লঙ্গর হল দখল করে রেখেছেন গুলাব। গতকাল সেখান থেকেই পুলিশের সাহায্যে গুলাবকে সপরিবারে উচ্ছেদ করা হয়। শিখ সম্প্রদায়ের লোকজন গুলাবের পাশে দাঁড়ালেও, কারও আর্জিতে কান দেয়নি এভাকু ট্রাস্ট প্রপার্টি বোর্ড।
#WATCH: In a fresh video,#Pakistan’s first #Sikh police officer Gulab Singh who was forcibly evicted from his house in Lahore's Dera Chahal, says 'Even in 1947 we Sikhs did not leave Pakistan but now we are being forced to do so' pic.twitter.com/YwqSALUSvG
— ANI (@ANI) July 11, 2018
এদিকে, এই ঘটনার প্রতিবাদে পঞ্জাবের অমৃতসরে বিক্ষোভ দেখিয়েছেন শিখ সম্প্রদায়ের লোকজন। তাঁদের দাবি, গুলাবকে তাঁর বাড়ি থেকে উচ্ছেদ করতে হলেও নিয়ম মানা উচিত ছিল। কোনও ধর্মবিশ্বাসের প্রতি অশ্রদ্ধা থাকা উচিত নয়। পাকিস্তান যদি শিখদের সেদেশে রাখতে না চায়, তাহলে তাঁদের ভারতে নিয়ে আসা উচিত।
Sikhs in Amritsar protested against unlawful eviction of Gulabh Singh(1st Sikh personnel in Pak police)from his house,say,'if they had to evict him they should've followed protocol. Disrespecting his faith is wrong. If Pak doesn't want Sikhs, our govt should get them here'#Punjab pic.twitter.com/5E1WjyYbA4
— ANI (@ANI) July 11, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement