এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানকে ভারতের চেয়ে ভাল না করতে পারলে নাম বদলে দেবেন, দাবি নওয়াজ শরিফের ভাইয়ের
ইসলামাবাদ: ক্ষমতায় আসার পর পাকিস্তানকে ভারতের চেয়ে ভাল করে তুলতে পারলে লোকজন তাঁর নাম বদলে দিতে পারেন। এমনই দাবি করলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ। পঞ্জাব প্রদেশের সারগোধা জেলায় এক নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।
আসন্ন নির্বাচনে পিএমএল-এন-এর প্রধানমন্ত্রী প্রার্থী শাহবাজ বলেছেন, ‘ওরা (ভারতীয়রা) ওয়াগা সীমান্তে আসবে আর পাকিস্তানের প্রভু বলবে। আমি পাকিস্তানকে মালয়েশিয়া ও তুরস্কের মতো উন্নত দেশ করে তুলব। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথীর মহম্মদ ও তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এর্দোগানের সঙ্গে দেখা করে শিখব কীভাবে ফের পাকিস্তানকে মহান দেশ হিসেবে গড়ে তোলা যায়।’
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানকে তীব্র আক্রমণ করে শাহবাজ বলেছেন, ‘রাস্তায় ইউ-টার্নের চিহ্ন বদলে ইমরান খানের ছবি লাগানো উচিত। পঞ্জাব সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন ইমরান। কিন্তু আমার বিরুদ্ধে কোনও দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি।’ ২০১৩-র জুন থেকে এ বছরের জুন পর্যন্ত পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন শাহবাজ। পাকিস্তানের নির্বাচন সংক্রান্ত আইনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের রায়ে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত নওয়াজ পিএমএল-এন-এর প্রধানের পদ থেকে বরখাস্ত হওয়ার পর এ বছরের মার্চে দলের প্রধান হন শাহবাজ। তিনি এখন প্রচারে ব্যস্ত। নির্বাচনে জয়ের জন্য ভারত-বিরোধিতাকেই হাতিয়ার করছেন নওয়াজের ভাই।اتنی محنت کریں گے کہ واہگہ بارڈر پہ ہندوستان کے گھٹنے نہ ٹکوائے تو میرا نام بدل دینا.پاکستان کو عظیم سے عظیم تر بنائیں گے شہبازشریف #VoteKoIzzatDo pic.twitter.com/i6z8drif5F
— PML(N) (@pmln_org) July 21, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement