ফেব্রুয়ারিতে ভারত সফরে রেকর্ড ২৭ মার্কিন কংগ্রেস সদস্য
ওয়াশিংটন: ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটাতে চলতি মাসেই মার্কিন কংগ্রেসের ২৭ জন সদস্য ভারত সফরে আসছেন। সংখ্যার দিক দিয়ে যা নজিরবিহীন।
জানা গিয়েছে, শাসক ও বিরোধী অর্থাৎ, ডেমোক্র্যাটিক ও রিপাবলিক—দু দলেরই সদস্য এই সফরে আসতে চলেছেন। যদিও একসঙ্গে নয়, পৃথকভাবে।
এই বিষয়টিকে, গুরুত্বপূর্ণ উল্লেখ করে আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নভতেজ সারনা জানানা, ভারত-মার্কিন সুসম্পর্ক নিয়ে যে মার্কিন কংগ্রেসে কোনও দ্বিমত নেই, এর থেকে তা পরিষ্কার।
মার্কিন কংগ্রেসের পরিসংখ্যান বলছে, এর আগে এত বেশি সংখ্যক মার্কিন কংগ্রেস সদস্য ভারতে আসেননি। সেইদিক দিয়ে এটা একটা রেকর্ড। এরমধ্যে আস্পেন ইন্সটিটিউট আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আসছেন ১৯ জন। তাঁরা ফেব্রুয়ারি ২০-২৫ পর্যন্ত ভারতে থাকবেন। যাবেন নয়াদিল্লি ও হায়দরাবাদে। অন্যদিকে, ৮ জনের আরেকটি দল ফেব্রুয়ারি ২০-২৩ নয়াদিল্লি ও বেঙ্গালুরুতে থাকবে।