এক্সপ্লোর
Advertisement
ভারতের ‘বিশ্বস্ত সঙ্গী’ আমেরিকা, চিনকে কড়া বার্তা টিলারসেনের
ওয়াশিংটন: ভারতের পাশে দাঁড়িয়ে চিনকে কড়া বার্তা আমেরিকার। আন্তর্জাতিক ক্ষেত্রে অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে আমেরিকা ভারতের ‘বিশ্বস্ত সঙ্গী’ বলে মন্তব্য করেছেন মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসেন। এই অঞ্চলে চিনের ‘প্রচোরণামূলক কার্যকলাপে’র মধ্যে এভাবে ভারতের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা আমেরিকা দিল বলে মনে করা হচ্ছে।
আগামী সপ্তাহেই ভারত সফরে আসছেন টিলারসেন। তার আগে আমেরিকার ভারত সংক্রান্ত নীতি সম্পর্কে বলতে গিয়ে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ আধিকারিক টিলারসেন বলেছেন, চিনের আচরণ ও কার্যকলাপ নিয়মের ভিত্তিতে গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ খাড়া করেছে।
ওয়াশিংটনে টিলারসেন বলেছেন, চিন মাঝেমধ্যেই আন্তর্জাতিক বিধিব্যবস্থা লঙ্ঘন করছে। অন্যদিকে, ভারতের মতো দেশগুলি অন্য দেশগুলির সার্বভৌমত্ব সুরক্ষিত রাখার লক্ষ্যে কাজ করছে।
দক্ষিণ চিন সাগরে চিনের কার্যকলাপ আন্তর্জাতিক আইন ও নিয়মকেই সংকটে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন বিদেশ সচিব। তিনি আরও বলেছেন, চিনের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় আমেরিকা। কিন্তু চিনের আন্তর্জাতিক শৃঙ্খলা ভঙ্গ বা প্রতিবেশী দেশগুলির সার্বভৌমত্বকে খাটো করা এবং আমেরিকা ও তার বন্ধুদেশগুলির পক্ষে অসুবিধাজনক কাজগুলি থেকে তাঁরা মুখ ফিরিয়ে থাকবেন না বলে জানিয়েছেন মার্কিন বিদেশসচিব।
টিলারসেন বলেছেন, এই অনিশ্চয়তা ও উদ্বেগের পরিবেশে আন্তর্জাজিত ক্ষেত্রে ভারতের বিশ্বস্ত সঙ্গীর প্রয়োজন। আমাদের মূল্যবোধ, শান্তি ও উন্নয়নে দৃষ্টিভঙ্গিগত মিল থেকে বলতে পারি আমেরিকাই ভারতের সেই সঙ্গী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement