Russia-Ukraine war : ধ্বংসস্তূপ ইউক্রেন, রুশ হামলায় গুরুতর আহত ফক্স নিউজের সাংবাদিক
British Fox News journalist injured : রবিবার রাজধানী কিভের কাছে ইরপিনে শরণার্থীদের ছবি তুলতে গিয়ে গুলিতে ঝাঁঝরা হয়ে যান মার্কিন সাংবাদিক ব্রেন্ট রিনাড
নয়া দিল্লি : বিশ্বজোড়া উদ্বেগ, প্রতিবাদ, ত্রিপাক্ষিক হোক বা দ্বিপাক্ষিক আলোচনা। ইউক্রেনে (Ukraine)আক্রমণ থামাচ্ছে না রাশিয়া (Russia)। ইউক্রেনের একের পর এক শহরে স্রেফ ধ্বংসাবশেষের ছবি। ডনেৎসকের রাজপথে মৃতদেহের সারি। ইউক্রেন যুদ্ধের ১৯ দিন, যখন-তখন হামলা চালাচ্ছে রাশিয়া। পরিস্থিতি এতটা ভয়াবহ যে, ইউক্রেনের বিভিন্ন শহরে এয়ার রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
এই পরিস্থিতিতে, কিভের (Kyiv) কাছে রুশ হামলায় আহত হয়েছেন ফক্স নিউজের (Fox News) সাংবাদিক বেঞ্জামিন হল ( Benjamin Hall)। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভা একটি ফেসবুক পোস্টে বলেছেন যে একজন ব্রিটিশ সাংবাদিক উভয় পায়ে আঘাত পেয়েছেন। তবে ভেনেডিক্টোভা সাংবাদিকের পরিচয় জানাননি।
ফক্স নিউজের বিবৃতিতে বলা হয়েছে, "আমাদের কাছে এই মুহূর্তে বিশদ বিবরণ নেই, তবে বেন হাসপাতালে ভর্তি এবং ইউক্রেনের মাটিতে কাজ করা আমাদের টিম পরিস্থিতি অতিরিক্ত তথ্য সংগ্রহের জন্য কাজ করছে,"রবিবার রাজধানী কিভের কাছে ইরপিনে শরণার্থীদের ছবি তুলতে গিয়ে গুলিতে ঝাঁঝরা হয়ে যান মার্কিন সাংবাদিক ব্রেন্ট রিনাড। ইউক্রেনের অভিযোগ, রুশ সেনার এলোপাথাড়ি গুলিতেই মৃত্যু হয় তাঁর। সেই ঘটনায় শোকপ্রকাশও করেছিলেন বেঞ্জামিন।
RIP ….. US journalist Brent Renaud killed in Irpin, just outside Kyiv, when the car he was in came under fire. https://t.co/MIAOFCfZUB
— Benjamin Hall (@BenjaminHallFNC) March 13, 2022
২০ দিন ধরে রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র ও গোলা বর্ষণে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে ইউক্রেনের একাধিক শহর। বিভিন্ন দিক থেকে এগোচ্ছে রাশিয়ার সেনা। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনাবাহিনীও। এরই মধ্যে রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৮ জন।
রাশিয়ার সেনা এখন ধীরে ধীরে এগোচ্ছে ইউক্রেনের রাজধানী কিভের দিকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পরামর্শদাতা ওলেক্সি অ্যারেস্টোভিচের দাবি, শুধুমাত্র মারিউপোলেই রাশিয়ার হামলায় আড়াই হাজারের বেশি নাগরিকের মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরু হওয়া থেকে এখনও অবধি ৯০ জন শিশুও প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতিয়ারেজ জানিয়েছেন, যুদ্ধ থামাতে তিনি ভারত, ফ্রান্স, জার্মানি, ইজরায়েল-সহ একাধিক দেশের সঙ্গে সমন্বয় রেখে চলছেন। তাঁর আবেদন, হিংসা বন্ধ করে অবিলম্বে কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খুঁজতে হবে দুই দেশকে।