Russia Ukraine War: আবাসনে আছড়ে পড়ল রুশ রকেট, বেঘোরে মৃত্যু ইউক্রেনীয় অভিনেত্রী ওকসানার, পেয়েছিলেন সর্বোচ্চ সম্মান
Russia Ukraine War: চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনীয় অভিনেতা পাশা লি-ও মাত্র ৩৩ বছর বয়সে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান।
কিভ: দশকের পর দশক ধরে মনোরঞ্জন করে গিয়েছেন। শিল্পী হিসেবে পেয়েছেন দেশের সর্বোচ্চ সম্মানও। রুশ হামলায় (Russia Ukraine War)বোঘোরে মৃত্য়ু হল ইউক্রেনের অন্যতম সেরা অভিনেত্রী ওকসানা শ্বেটসের (Oksana Shvets)। রাজধানী কিভে একটি বহুতল আবাসনে নিজের ফ্ল্যাটেই ছিলেন ওকসানা। কিন্তু বৃহস্পতিবার ওই আবাসনে আছড়ে পড়ে রুশ রকেট (Russian Rockets)। তাতেই ওকসানা প্রাণ হারান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর।
কিভের ইয়ং থিয়েটার গ্রুপের তরফে ওকসানার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। বিবৃতি জারি করে বলা হয়, ‘কিভের একটি আবাসনে রুশ রকেটের আঘাতে মৃত্যু হয়েছে ওকসানা শ্বেটসের। ওঁর মতো গুণী শিল্পীর মৃত্যুতে ইয়ং থিয়েটার পরিবারের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ওঁর উজ্জ্বল উপস্থিতি আমাদের স্মৃতিতে গাঁথা থাকবে। আমাদের মাতৃভূমিতে পা রাখা শত্রুকে কখনও ক্ষমা করব না।’
১৯৫৫ সালে জন্ম ওকসানার। ইভাঙ্কো ফ্র্যাঙ্কো থিয়েটার এবং কিভ স্টেট ইনস্টিটিউট অফ থিয়েটার আর্টস-এ পড়াশোনা করেন। দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবন তাঁর। থিয়েটার এবং ছবি, সব মাধ্যমেই ছুটিয়ে অভিনয় করতেন। ইয়ং থিয়েটার, তেরনোপিল মিউজিক অ্যান্ড ড্রামা থিয়েটার, কিভ থিয়েটার অফ স্যাটায়ারের হয়েও মঞ্চে দেখা গিয়েছে। থিয়েটারে অবদানের জন্য সরকারের কাছ থেকে আর্টিস্ট অফ ইউক্রেন সম্মানও পান, যা কি না শিল্পকলাক্ষেত্রের সর্বোচ্চ সম্মান হিসেবে গন্য হয় সে দেশে।
আরও পড়ুন: Russia-Ukraine War: এবার লাভিভ বিমানবন্দরে রুশ হানা, যুদ্ধের ২৩তম দিনে ধ্বংসস্তুপ ইউক্রেন
থিয়েটারের পাশাপাশি ‘টুমরো উইল বি টুমরো,’ ‘দ্য সিক্রেট অফ সেন্ট প্যাট্রিক,’ ‘দ্য রিটার্ন অফ মুখতার’-এর মতো ছবি এবং ‘হাউজ অফ লিলিজ’-এর মতো টেলিভিশন সিরিজেও চুটিয়ে অভিনয় করেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া দেশের শিল্পীমহলে।
তবে ওকসানা একা নন, গত তিন সপ্তাহে রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের সাধারণ মানুষ যেমন রুখে দাঁড়িয়েছেন, বাদ যাননি বিশিষ্টজনেরাও। চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনীয় অভিনেতা পাশা লি-ও মাত্র ৩৩ বছর বয়সে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান। রুশ আগ্রাসনের বিরুদ্ধে দেশের সেনাবাহিনীতে নাম লিখিয়েছিলেন তিনি।