Russia Ukraine Conflict: কিভের পথে রুশ বাহিনীর ৬৪ কিমি লম্বা গাড়ির সারি, ধরা পড়ল উপগ্রহ চিত্রে
Russia Ukraine War: সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুসারে, আমেরিকার এক পদস্থ প্রতিরক্ষা আধিকারিক বলেছেন, ইউক্রেনের রাজধানী কিভ অভিমূখী রুশ বাহিনীর গতিবিধি আপাতত স্থগিত রয়েছে।

ওয়াশিংটন: ইউক্রেনের রাজধানীর পথে গাড়ির দীর্ঘ সারি। প্রায় ৪০ মাইল (৬৪ কিলোমিটার) লম্বা এই গাড়ির সারি ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। আর এই গাড়ির সারি রাশিয়ার সেনাবাহিনীর। আমেরিকার একটি বেসরকারি কোম্পানিকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। সংবাদসংস্থার খবর অনুযায়ী, আমেরিকার একটি বেসরকারি কোম্পানি বলেছে, সোমবার তোলা উপগ্রহ চিত্রে ইউক্রেনের রাজধানী কিভের উত্তরে রুশ সেনার এই গাড়ির বহর দেখা গিয়েছে, যা প্রায় ৬৪ কিমি দীর্ঘ। প্রথমে বলা হচ্ছিল যে, কিভমুখী রুশ সেনার এই গাড়ির সারি ২৭ কিমি লম্বা। কিন্তু বাস্তবে এই গাড়ির সারি অনেকেটাই বেশি।
ম্যাক্সার টেকনোলজি আরও বলেছে যে, ইউক্রেনের সীমার উত্তরে ৩২ কিমিরও কম দূরত্বে বেলারুশে অতিরিক্ত স্থলসেনা মোতায়েন করেছে রাশিয়া। সেইসঙ্গে আক্রমণকারী হেলিকপ্টারও মোতায়েন রাখা হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে, রাশিয়া ইউক্রেনে তাদের আক্রমণ আরও জোরাল করতে চলেছে। সেই পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে রাশিয়া। যদিও আমেরিকার এক পদস্থ প্রতিরক্ষা আধিকারিক দাবি করেছেন, কিভগামী রুশ বাহিনীর চলাচল আপাতত স্থগিত রাখা হয়েছে।
সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুসারে, আমেরিকার এক পদস্থ প্রতিরক্ষা আধিকারিক বলেছেন, ইউক্রেনের রাজধানী কিভ অভিমূখী রুশ বাহিনীর গতিবিধি আপাতত স্থগিত রয়েছে। এ ক্ষেত্রে তিনি রুশ বাহিনীর খাবারের অভাব সহ এক্ষেত্রে বেশ কয়েকটি কারণের উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কিভ যাওয়ার পথে রুশ সেনার অবস্থান গতকালও যেখানে ছিল, আরও সেখানেই রয়েছে।
ওই মার্কিন আধিকারিক দাবি করেছেন, রুশ বাহিনী শুধুমাত্র জ্বালানি ও ধারাবাহিকতার সমস্যাতেই নয়, সেইসঙ্গে খাবারের স্বল্পতারও মুখোমুখি হচ্ছে। ওই আধিকারিকরা দাবি করেছেন যে, ইউক্রেনের প্রতিরোধও এর একটি কারণ হতে পারে। রাশিয়া ইউক্রেনে ইতিমধ্যেই ৪০০ টিরও বেশি ক্ষেপণাস্ত্রের আঘাত হেনেছে।
ওই মার্কিন প্রতিরক্ষা আধিকারিক দাবি করেছেন, রুশ প্রতিরক্ষামন্ত্রক খোলাখুলিভাবে স্বীকার করে নিয়েছেন যে, এবার তারা কিভের বসতি এলাকাকে নিশানা করবে।
গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন।






















