এক্সপ্লোর
Viral News: দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন মায়ের, সাক্ষী হিসেবে কাগজে সইও করলেন পাকিস্তানের এই যুবক
Pakistan News: মায়ের ছেলে, দ্বিতীয়বার বিয়ে দিলেন মায়ের। ছবি: ইনস্টাগ্রামের ছবি ও ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।

ছবি: ইনস্টাগ্রামের ছবি ও ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
1/11

সময়ের সঙ্গে পাল্টাতে জানতে হয় নিজেকে। যত দিন যাচ্ছে, বয়স বাড়ছে, এই সারসত্য তত বেশি করে উপলব্ধি করছি আমরা।
2/11

রক্ষণশীলতার বেড়াজাল কাটিয়ে ভাল থাকাই যে জীবনের অসল লক্ষ্য হওয়া উচিত, সেই সারসত্য বুঝলেন পাকিস্তানের এক যুবক, বোঝালেনও সকলকে। তাই দ্বিতীয় বার মায়ের বিয়ে দিলেন তিনি।
3/11

সচরাচর না ঘটলেও, সন্তান দাঁড়িয়ে থেকে মা-বাবার বিয়ে দিচ্ছেন, এমন খবর আগেও সামনে এসেছে। কিন্তু মায়ের বিয়ে নিয়ে পাকিস্তানের ওই যুবকের সোশ্যাল মিডিয়া পোস্ট নজর কেড়েছে সকলের।
4/11

ওই পাকিস্তানি যুবকের নাম আব্দুল আহাদ। সোশ্যাল মিডিয়ায় মায়ের দ্বিতীয় বিয়ের ভিডিও পোস্ট করেন তিনি। সাক্ষী হিসেবে নিজে সইও করেন।
5/11

ছবি ও ভিডিও-তে আহাদের মায়ের হাতে মেহেন্দি, কানে ভারী দুল, সেই সঙ্গে জমকালো পোশাকও। মায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নিজের অনুভূতি উগরে দেন আহাদ।
6/11

আহাদ লেখেন, 'গত ১৮ বছর ধরে আমি ওঁকে ভাল রাখার চেষ্টা করছিলাম। আমার সাধ্যমতো চেষ্টা করছিলাম, যাতে ভালভাবে জীবন কাটাতে পারেন। আমাদের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন'।
7/11

আহাদের কথায়, 'নিজের জন্যও ভাল কিছু প্রাপ্য ওঁর, শান্তি প্রাপ্য ওঁরও। ছেলে হিসেবে আমার মনে হয়েছে ঠিক কাজ করেছি'।
8/11

মায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে আহাদের বক্তব্য, '১৮ বছর পর দ্বিতীয় বার ভালবাসাকে সুযোগ দেওয়ার জন্য মায়ের পাশে দাঁড়াই আমি'।
9/11

আহাদ জানিয়েছেন, মায়ের জীবনে অন্য কারও গুরুত্ব বাড়বে। কিন্তু মায়ের সুখের সামনে নিজের স্বার্থের কথা ভাবতে পারেননি তিনি।
10/11

আহাদের ওই পোস্ট ছড়িয়ে পড়তে সময় লাগেনি। কিন্তু তিনি জানিয়েছেন, দেরিতেই মায়ের বিয়ের খবর প্রকাশ করেন তিনি। প্রথমে বেশ অস্বস্তি হচ্ছিল। কিন্তু সকলেই তাঁর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
11/11

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরাও আহাদকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ছেলে হিসেবে তিনি একেবারে ঠিক কাজ করেছেন বলে মত অধিকাংশেরই।
Published at : 31 Dec 2024 06:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
