এক্সপ্লোর
Advertisement
ঐতিহাসিক ঘোষণা, সৌদি আরবে মহিলাদের গাড়ি চালানোর অধিকার দেওয়া হল
রিয়াধ: সৌদি আরবে মহিলাদের এবার থেকে গাড়ির স্টিয়ারিং হুইলের পিছনে দেখা যাবে। তাঁদের এবার থেকে গাড়ি চালানোর অধিকার দিলেন সৌদি রাজা কিং সলমন। মঙ্গলবার ঐতিহাসিক এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজা। অতি রক্ষণশীল সৌদি আরবে দীর্ঘদিনের প্রচলিত নিয়মে এবার ইতি টেনে কার্যত মহিলাদের প্রগতিতে আরও একধাপ এগোল এই মুসলিম রাষ্ট্র।
ইসলাম ধর্মের পীঠস্থান হিসেবে পরিচিত সৌদি আরব। সেখানে মহিলাদের গাড়ি চালানোর ওপর এই নিষেধাজ্ঞা নিয়ে বিভিন্ন সময় বহু সমালোচনা হয়েছে। যদিও ইদানিংকালে মহিলাদের উন্নয়নের স্বার্থে নানা বিষয়ে পরিবর্তন আনা হয়েছে সেখান থেকে। এমনকি কর্মক্ষেত্রে তাঁদের অংশগ্রহণ বাড়াতে নানা পদক্ষেপও নিয়েছে সৌদি সরকার।
গতকাল যে সিদ্ধান্ত সৌদি রাজা ঘোষণা করেন, সেখানে নির্দেশ দেওয়া হয়েছে একটি কমিটি তৈরি করার। সেই কমিটি এবার আগামী তিরিশ দিনের মধ্যে এই নির্দেশ চালুর ক্ষেত্রে নানা পরামর্শ দেবে। তারপর সেই নির্দেশ সরকারি ভাবে চালু করতে হবে ২৪ জুন ২০১৮ সালের আগে। সূত্রের খবর, নির্দেশে বলা আছে, এই সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করতে হবে শরিয়াত আইন মেনে। ঐতিহাসিক এই ঘোষণার পরই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করা হয়েছে হোয়াইট হাউসের তরফে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement