এক্সপ্লোর
মনে করা হচ্ছে, গুলি চালিয়েছে একাধিকজন, আক্রান্ত আমেরিকার সিনসিনাটির নাইট ক্লাব, গুলিতে মৃত ১, আহত অন্তত ১৪

নয়াদিল্লি: মার্কিন সময় রবিবার কাকভোরে ওহিওর সিনসিনাটির এক নাইটক্লাবে নির্বিচার গুলিবর্ষণ। এতে ১জন মারা গিয়েছেন, আহত অন্তত ১৪জন। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল ও সিনসিনাটি পুলিশ এ খবর দিয়েছে।
নাইট ক্লাবটির নাম ক্যামিও। শহরের পূর্বদিকের ওই ক্লাবে রবিবার ভোররাতে গুলি চলে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্লাব থেকে গুলির শব্দ শোনা যাচ্ছিল। আহতদের স্থানীয় হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়, খবর যায় দমকলে। কাউকে গ্রেফতার করা গিয়েছে কিনা এখনও জানা যায়নি। একজন নয়, একাধিক লোক এই গুলিচালনায় যুক্ত ছিল বলে খবর মিলেছে। মাসকয়েক আগে ফ্লোরিডার অরল্যান্ডোর এক নাইটক্লাবে এভাবেই গুলি চালিয়ে এক জঙ্গি ৪৯জনকে হত্যা করে, আহত হন ৫৩জন।
নাইট ক্লাবটির নাম ক্যামিও। শহরের পূর্বদিকের ওই ক্লাবে রবিবার ভোররাতে গুলি চলে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্লাব থেকে গুলির শব্দ শোনা যাচ্ছিল। আহতদের স্থানীয় হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়, খবর যায় দমকলে। কাউকে গ্রেফতার করা গিয়েছে কিনা এখনও জানা যায়নি। একজন নয়, একাধিক লোক এই গুলিচালনায় যুক্ত ছিল বলে খবর মিলেছে। মাসকয়েক আগে ফ্লোরিডার অরল্যান্ডোর এক নাইটক্লাবে এভাবেই গুলি চালিয়ে এক জঙ্গি ৪৯জনকে হত্যা করে, আহত হন ৫৩জন। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















