সিয়েরা লিওনের খনিতে ৭০৬ ক্যারাট হীরে খুঁজে পেলেন যাজক!

ফ্রিটাউন: খনিতে কাজ করতে করতে ৭০৬ ক্যারাটের হীরে পেলেন এক যাজক!
খবরে প্রকাশ, সম্প্রতি হীরে-ঊর্বর সিয়েরা লিওনের কনো অঞ্চলের একটি খনিতে কাজ করছিলেন এম্যানুয়েল মোমোহ্। যখন তিনি এই বিশাল হীরে পান। তাঁর মতো অনেকেই এধরনের খনিতে অর্থের জন্য কাজ করে থাকেন।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট আর্নেস্ট বাই করোমার কাছে এই হীরেটি পেশ করা হলে তিনি সকলকে ধন্যবাদ জানান, তা পাচার না করার জন্য।

করোমা আশ্বাস দিয়েছেন, হীরেটি স্বচ্ছ পথে নিলাম করা হবে। সেখান থেকে প্রাপ্ত অর্থ স্থানীয় সম্প্রদায় ও দেশের কাজে উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে।
প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালে ১,১১১ ক্যারাটের হীরে বোতসওয়ানা থেকে পাওয়া গিয়েছিল। তারও আগে, ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া গিয়েছিল ৩,১০৬ ক্যারাট হীরের।























