এক্সপ্লোর
Advertisement
মেলবোর্নে ভারত সহ ১০টি দেশের কনস্যুলেটে সন্দেহজনক প্যাকেট, শুরু তদন্ত
মেলবোর্ন: অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলেট সহ বিভিন্ন দেশের দূতাবাসে পাঠানো হল সন্দেহজনক প্যাকেট। স্থানীয় সময় অনুযায়ী আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ অন্তত ১০টি কনস্যুলেট ও দূতাবাসে পাঠানো হয় প্যাকেটগুলি। এরপরেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ছুটে যায় দমকল ও অ্যাম্বুল্যান্স। খালি করে দেওয়া হয় দূতাবাস ও কনস্যুলেট ভবনগুলি। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘দূতাবাস ও কনস্যুলেটগুলিতে সন্দেহজনক প্যাকেট পাঠানোর খবর পাওয়ার পরেই পুলিশ ও জরুরি বিভাগ নড়েচড়ে বসেছে। জরুরি বিভাগের কর্মীরা প্যাকেটগুলি পরীক্ষা করছেন। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।’
BREAKING: Police and emergency services have responded to suspicious packages to embassies and consulates in ACT & VIC today (Wednesday, 9 January 2019). The packages are being examined by attending emergency services. The circumstances are being investigated.
— AFP (@AusFedPolice) January 9, 2019
ভিক্টোরিয়া পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আজ মেলবোর্নের বেশ কয়েকটি কনস্যুলেট অফিসে সন্দেহজনক প্যাকেট পাঠানো হয়েছে। এখন আমাদের মনে হচ্ছে আশঙ্কার কোনও কারণ নেই। কনস্যুলেট ভবনগুলি খালি করে তল্লাশি শুরু হয়। প্যাকেটগুলি খুঁজে বার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।’
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ছাড়াও ব্রিটেন, কোরিয়া, জার্মানি, ইতালি, সুইৎজারল্যান্ড, পাকিস্তান, গ্রিস ও ইন্দোনেশিয়ার কনস্যুলেটে সন্দেহজনক প্যাকেট পাঠানো হয়। ভারতীয় কনস্যুলেটের কর্মীরা সবাই নিরাপদে আছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement