স্টকহোমে ভারতীয় দূতাবাস থেকে ঢিল ছোঁড়া দূরে ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে গেল ট্রাক, মৃত অন্তত ৫
স্টকহোম: এবার জঙ্গি নিশানায় সুইডেন। মধ্য স্টকহোমে একটি ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে পড়ল ট্রাক। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন, আহত অনেকে।
ভারতীয় দূতাবাস থেকে মাত্র কয়েক মিটার দূরে ঘটেছে এই হামলা। তবে সব ভারতীয়রা সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে। সুইডিশ প্রধানমন্ত্রী স্তেফান লফভেন জানিয়েছেন, এই ঘটনা জঙ্গি হামলা বলেই মনে করা হচ্ছে। একই কথা বলেছে সুইডিশ গোয়েন্দা সংস্থাও। ঘটনায় জড়িত সন্দেহে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
স্টকহোমের সেন্ট্রাল সাবওয়ে স্টেশনের ঠিক ওপরে, শহরের সবথেকে বড় পায়ে হাঁটা রাস্তার ওপর আহলেন্স ডিপার্টমেন্টাল স্টোরে ঘটেছে এই হামলা। সুইডিশ সংবাদসংস্থা জানাচ্ছে, বহু মানুষকে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। টেলিভিশন ফুটেজে দেখা যাচ্ছে, দোকান থেকে বেরিয়ে আসছে ধোঁয়া। সেন্ট্রাল স্টকহোমের ওপর চক্কর দিচ্ছে হেলিকপ্টার, অসংখ্য পুলিশকর্মীকে দেখা যাচ্ছে, রয়েছে অ্যাম্বুলেন্সও।
এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে ২০১০ সালের ডিসেম্বরের ঘটনা। সেখানে তৈমুর আব্দুলওয়াহাব নামে এক সুইডিশ জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিল। আব্দুলওয়াহাব ব্রিটেনে থাকত। প্রথমে সে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি উড়িয়ে দেওয়ার ছক কষে। তার লক্ষ্য ছিল, ওই বিস্ফোরণের ফলে মানুষ আতঙ্কিত হয়ে ড্রটনিংগাতানে আসবেন। সেখানেই সে আত্মঘাতী বিস্ফোরণ ঘটাবে।
তবে, গাড়িতে বিস্ফোরণ না ঘটায়, পরিকল্পনা বাতিল বদল করে ভিড়ের মধ্যে নিজেকে উড়িয়ে দেয় আব্দুলওয়াহাব। প্রসঙ্গত, এদিন সেই ড্রটিংগাতানেই ট্রাক হামলা হল। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি।
সুইডেনের হামলার ঘটনায় নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে নিহত ও আহতদের প্রতি দুঃখপ্রকাশ করেছেন। এদিন টুইটারে মোদী লেখেন, স্টকহোম হামলার তীব্র নিন্দা করছি। নিহতদের পরিবার ও আহতদের প্রতি আমার সমবেদনা। তিনি জানান, এই দুঃখের সময় ভারত সুইডেনের পাশে রয়েছে।
[embed]https://twitter.com/narendramodi/status/850359123359272962[/embed] [embed]https://twitter.com/narendramodi/status/850359437768437761[/embed]