রানীর সোনার কোচে সওয়ার হওয়ার ইচ্ছাপ্রকাশ ট্রাম্পের
লন্ডন: আসন্ন ব্রিটেন সফরে রানীর রাজকীয় সোনায় মোড়া ঘোড়ার গাড়িতে সওয়ার হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে লন্ডন-সফরে যাওয়ার কথা ট্রাম্পের। তার আগে হোয়াইট হাউসের তরফে প্রেসিডেন্টের এই মনোবাঞ্ছার কথা প্রকাশ করা হয়েছে।
আর এই নিয়ে এখন থেকেই নিরাপত্তা আধিকারিকদের রাতের ঘুম উড়ে গিয়েছে। তাঁদের মতে, ট্রাম্প সওয়ার হলে লন্ডনের বিখ্যাত মল থেকে বাকিংহাম প্যালেস পর্যন্ত ওই সফরে মারাত্মক নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন। যা করতে হলে, রীতিমতো কালঘাম ছোটাতে হবে।
এমনিতেই, ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে মেট্রোপলিটান পুলিশকে। তার ওপর ট্রাম্পের ইচ্ছা পরিস্থিতি আরও জটিল কর তুলতে পারে বলে আশঙ্কা তাদের।
সাধারণত, মার্কিন প্রেসিডেন্ট যে গাড়িতে চড়েন, তা অত্যন্ত সুরক্ষিত। রকেট হামলাও সামলে নিতে পারবে ওই গাড়ি। অন্যদিকে, যে কোনও ভারী অস্ত্র বা রকেট প্রোপেলড গ্রেনেড দিয়ে ওই ঘোড়ার গাড়ির ওপর হামলা করা সম্ভব।
এখানে বলে রাখা প্রয়োজন, যে কোনও বিদেশি রাষ্ট্রনেতাকে এই প্রথামাফিক বিশেষ সম্মান প্রদান করা হয়। ট্রাম্পের পূর্বসূরী বারাক ওবামা নিরাপত্তার কারণই ২০১১ সালে ওই ঘোড়ার গাড়ি চড়েননি। তবে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং রাজকীয় সোনার গাড়ির সওয়ার হয়েছিলেন।