এক্সপ্লোর
Advertisement
যৌন নির্যাতন সহ বহু অভিযোগ, আমেরিকায় বরখাস্ত উবেরের ২০ জন কর্মী
ডেট্রয়েট: যৌন নির্যাতন, হেনস্থা, বৈষম্যমূলক আচরণ সহ সংস্থার নিয়মবিরুদ্ধ নানা কার্যকলাপের অভিযোগে ২০ জন কর্মীকে বরখাস্ত করল উবের। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, এ বছরের ফেব্রুয়ারিতে প্রাক্তন ইঞ্জিনিয়ার সুসান ফাউলার ব্লগে লেখেন, তিনি কর্মস্থলে যৌন হেনস্থার শিকার হয়েছেন। প্রথম যেদিন তিনি এই সংস্থায় যোগ দেন, সেদিনই তাঁর উর্ধ্বতন আধিকারিক বেশ কয়েকটি আপত্তিকর মেসেজ পাঠান। তদন্তে ২০ জনেরও বেশি কর্মীর বিরুদ্ধে নিয়মবিরুদ্ধ আচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে। সেই কারণেই তাঁদের বরখাস্ত করা হয়েছে।
একটি আইনি সংস্থাকে উবেরের কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সংস্থাই তদন্ত করেছে। পাশাপাশি প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডারও তদন্ত করেছেন। আগামী সপ্তাহে তাঁর তদন্ত রিপোর্ট প্রকাশিত হওয়ার কথা রয়েছে। সেই রিপোর্টে উবেরের কর্মসংস্কৃতি বদলের জন্য একগুচ্ছ প্রস্তাব থাকবে বলে মনে করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement