এক্সপ্লোর
Advertisement
মাত্র তিন মিনিটের জুম কলে চাকরি ছাঁটাই সাড়ে তিন হাজার কর্মীর
মাত্র তিন মিনিটের একটি মাত্র জুম কলেই সাড়ে তিন হাজার কর্মী ছেঁটে ফেলল উবের। ওই কর্মীদের চাকরি থেকে ছেঁটে ফেলার কথা জানান এই অ্যাপ ক্যাব পরিষেবা সংস্থার ফোনিক্সের গ্রাহক পরিষেবা বিভাগের প্রধান রাফিন শ্যাভলো।
নিউইয়র্ক: মাত্র তিন মিনিটের একটি মাত্র জুম কলেই সাড়ে তিন হাজার কর্মী ছেঁটে ফেলল উবের। ওই কর্মীদের চাকরি থেকে ছেঁটে ফেলার কথা জানান এই অ্যাপ ক্যাব পরিষেবা সংস্থার ফোনিক্সের গ্রাহক পরিষেবা বিভাগের প্রধান রাফিন শ্যাভলো। ডেলি মেল-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, শ্যাভলো জানান, পরিষেবা ব্যবসার পরিমাণ অর্ধেকের বেশি কমে গিয়েছে। তাই গ্রাহক পরিষেবায় সহায়তার জন্য সামনের সারিতে থাকা কর্মীদের অনেকের জন্যই পর্যাপ্ত কাজ নেই।এজন্য সামনের সারিতে থাকা সাড়ে তিন হাজার কর্মীকে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের ভূমিকার সংস্থায় অবদান রয়েছে এবং আজই উবেরের সঙ্গে আপনাদের শেষদিন।
কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে বলেও জানান শ্যাভলো।
এত কর্মীর চাকরি ছাঁটাইয়ের কথা জানাতে গিয়ে গলা ধরে আসে তাঁর। কান্নাভেজা গলায় তিনি বলেন, এ ধরনের কল কেউই করতে চায় না।
মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে উবের বলেছে, এত কর্মীদের চাকরি ছাডতে বলা একেবাারেই সহজ বা জটিলতা মুক্ত নয়। কিন্তু এখন সময়টা নজিরবিহীন। সেখানে বিভিন্ন শহর ও দেশে সবাই বাড়িতে বসে কাজ করছেন।
শ্যাভলো বলেছেন, অদূরভবিষ্যতে উবেরের ব্যবসা হবে খুবই ছোট। কারণ, খুব কম লোকই যাতায়াতের জন্য পরিষেবা গ্রহণ করববেন। ব্যবসার পরিমাণ অনুসারে কর্মী সংখ্যা স্থির করতে হবে।
গত সপ্তাহেই উবের টেকনোলজিজ জানিয়েছিল যে তারা ৩,৭০০ পূর্ণ সময়ের চাকরি ছাঁটাই করতে চলেছে। উবেরের সিইও কোভিড-১৯ অতিমারির কারণে তাঁর মূল বেতন ছাড়ার কথা জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement